স;বাদ বিজ্ঞপ্তি : জাতীয় দৈনিক পএিকা বাংলাদেশ ক্রাইম স;বাদ`র সহ বার্তা সম্পাদক পদে নিযুক্ত হয়েছেন সা;বাদিক মো: ইমরান মোল্লা। তিনি দীর্ঘদিন যাবত দেশের বিভিন্ন গণমাধ্যম অনুসন্ধানী সা;বাদিকতায় কর্মরত ছিলেন। ০৩ জুলাই ২০২১ ই; তারিখে তাকে দৈনিক বাংলাদেশ ক্রাইম স;বাদ`র সহ বার্তা সম্পাদক পদে নিযুক্তির বিষয়টি নিশ্চিত করেন দৈনিক বাংলাদেশ ক্রাইম স;বাদ ও দৈনিক মাতৃজগত পএিকা`র সম্পাদক ও প্রকাশক এবং মাতৃজগত টিভি ( আইপি ) চ্যানেল এর শ্রদ্ধীয় ও সম্মানিত চেয়ারম্যান জনাব খান সেলিম রহমান। মো: ইমরান মোল্লা দৈনিক বাংলাদেশ ক্রাইম স;বাদ`র সহ বার্তা সম্পাদক পদে নিযুক্ত হওয়ার তাকে শুভেচ্ছা জানিয়েছেন দৈনিক বাংলাদেশ ক্রাইম স;বাদ ও দৈনিক মাতৃজগত পএিকা`র সম্পাদক ও প্রকাশক এবং মাতৃজগত টিভি (আইপি ) চ্যানেলের সম্মানিত চেয়ারম্যান সহ সকল স;বাদকর্মী বৃন্দ।
Leave a Reply