শিরোনাম :
ভাঙনের থাবায় গলাচিপার পাকা সড়ক নদীগর্ভে, যোগাযোগ ব্যবস্থা হুমকিতে যশোর সদর-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী অধ্যক্ষ মাওলানা শোয়াইব হোসেনের নেতৃত্বে বিশাল মোটরসাইকেল র‍্যালি অপসংবাদিকতা ও সহিংসতার ছায়ায় গণমাধ্যমের সংকট মোহাম্মদ আলী হাসপাতালে জাতীয় মানবাধিকারের উদ্যোগে ঔষধি বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত ঝিনাইদহের কালীগঞ্জে ক্ষতিগ্রস্থদের জমির ন্যায্য মূল্যের দাবিতে সড়ক অবরোধ জলঢাকায় ভোক্তা অধিকারের অভিযান, দুইজনকে জরিমানা। রাঙ্গাবালীতে চাঁদার টাকা না দেয়ায় দলীয় প্রভাব খাটিয়ে জমি ও মাছের ঘের দখলের অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে গণতান্ত্রিক আন্দোলনে শৃঙ্খলা রক্ষায় কঠোর নির্দেশনা পটুয়াখালী জেলা বিএনপির নীলফামারীতে ট্রেনের ধাক্কায় নিহত এক বাংলাদেশ ন্যাশনাল নিউজ ক্লাবের খুলনা মহানগর সভাপতির মুক্তি কামনা

সাংবাদিকরা অন্যায় করলে সর্বোচ্চ ১০ লাখ টাকা জরিমানার আইন হচ্ছে।

রিয়াদুল মামুন সোহাগ
  • আপডেট টাইম : বুধবার, ১৫ জুন, ২০২২
  • ৩৮৭ বার পঠিত

বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক জানিয়েছেন,সাংবাদিকরা অন্যায় করলে সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত জরিমানার বিধান রেখে একটি আইন হচ্ছে।আইনের খসড়া এখন মন্ত্রিপরিষদ বিভাগে আছে।আগামী সংসদেই তা পাস হতে পারে।মঙ্গলবার রাজশাহী সার্কিট হাউসে ‘প্রেস কাউন্সিল আইন ও আচরণবিধি এবং তথ্য অধিকার আইন অবহিতকরণ’ শীর্ষক সাংবাদিকদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় তিনি এ কথা জানান।

বিচারপতি মো. নিজামুল হক বলেন,প্রেস কাউন্সিল প্রতিষ্ঠা করেছিলেন বঙ্গবন্ধু।তিনি সাংবাদিকদের সম্মান দিয়েছিলেন।তিনি মনে করেছিলেন, সাংবাদিকরা এমন শ্রেণির লোক যাদের জন্য তিরস্কারই বড় শাস্তি।প্রেস কাউন্সিল আইনে কোনো অন্যায় করলে বেশির ভাগ সাংবাদিককেই তিরস্কার করা হয়ে থাকে।মানি লোকের জন্য তিরস্কারই বড় শাস্তি।এটা তাদের আত্মসম্মানে বাধবে।কিন্তু বর্তমান পরিস্থিতিতে নতুন আইন প্রয়োজন হচ্ছে।

তিনি বলেন,এখন যে কেউ সাংবাদিক পরিচয় দিচ্ছেন।তারা মানুষকে ব্ল্যাকমেল করছেন।সাংবাদিকতার নামে ‘সাংঘাতিকতা’ চলছে।এটা অবশ্যই আমাদের জন্য অপমানজনক।এ কারণে সাংবাদিক কারা,তা নির্ধারণ করা যেমন জরুরি হয়ে পড়েছে,তেমনি নতুন আইনেরও দরকার হচ্ছে।আদার ব্যাপারীদের জন্য তো সাংবাদিকতা নয়।প্রকৃত সাংবাদিকদের জন্যই সাংবাদিকতা।এটাই এখন নিশ্চিত করার লক্ষ্য।

নতুন আইন সম্পর্কে মো. নিজামুল হক বলেন,কোনো সাংবাদিক অন্যায় করলে সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত জরিমানার বিধান রাখা হচ্ছে নতুন আইনে।তবে আমি ব্যক্তিগতভাবে এক দিনের জেলের পক্ষপাতী।জেলে গেলে তার মনে হবে যে আমার কাজটা অন্যায় হয়েছিল।আর করা যাবে না। এই আইনটা কেবিনেটে আছে।আশা করছি,আগামী সংসদেই পাস হয়ে যাবে।

বক্তব্য শেষে কর্মশালায় অংশগ্রহণকারী রাজশাহীর ৪৪ জন সাংবাদিকের হাতে সনদ তুলে দেন প্রেস কাউন্সিলের চেয়ারম্যান।অনুষ্ঠান পরিচালনা করেন প্রেস কাউন্সিলের সচিব মো. শাহ আলম।বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন)আশরাফুল ইসলাম।সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাবিহা সুলতানা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com