শিরোনাম :
গাজীপুর মহানগরে নবগঠিত বাসন মেট্রো থানা মহিলা দলের সৌজন্য সাক্ষাৎ নওগাঁর মান্দায় কৃষি কর্মকর্তাকে ম্যানেজ করে সার সিন্ডিগেট মুক্তাগাছায় ৫দফা দাবিতে আদায়ে একই দিনে কর্মসূচি পালন করবে জামায়াত, খেলাফত ও ইসলামী আন্দোলন। মালয়েশিয়ায় অনুষ্ঠিত সেনা সম্মেলনে যোগ দিচ্ছেন বাংলাদেশ সেনাপ্রধান টেকনাফে পাহাড়ে যৌথ অভিযানে ৮৪জন ভিকটিম উদ্ধার ; অস্ত্রসহ আটক-৩,পলাতক-২। কালীগঞ্জে বিএনপি’র উদ্যোগে হাট সভা লিফলেট বিতরণ তারেক রহমানের ৩১ দফার মধ্যে ভবিষ্যৎ রাজনীতির গুণগত পরিবর্তনের রোডম্যাপ: আমিনুল হক পাইকগাছা (খুলনা) — মটরসাইকেল গ্যারাজের মালিক ৩ বোতল বিষপান করে মৃত্যু; তদন্তের দাবি। গোপালপুরে ৫২তম গ্রীষ্মকালিন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন গলাচিপায় আইনজীবীদের টানা ১৪ দিন আদালত বর্জনেও মিলেনি সমাধান

সাতক্ষীরা প্রেসক্লাব গেটে বহিরাগত ভাড়াটে সন্ত্রাসীদের হামলায় ৩০ সাংবাদিক আহত

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
  • ৩৯ বার পঠিত

আজহারুল ইসলাম সাদী, সিনিয়র স্টাফ রিপোর্টার

সাতক্ষীরা প্রেসক্লাব গেটে বহিরাগত সন্ত্রাসীদের হামলায় ৩০ সাংবাদিক আহত হয়েছে।

সোমবার (৩০ জুন) সাড়ে ১২ টার দিকে ইন্ডিপেন্ডেন্ট টিভি ও বাংলাদেশ বেতার এর সাতক্ষীরা প্রতিনিধি আবুল কাশেম ও বাংলাভিশন টেলিভিশন ও বাসস এর সাতক্ষীরা প্রতিনিধি আসাদুজ্জামান এর নেতৃত্বে শতাধিক সাংবাদিক সুষ্ঠু শান্তিপূর্ণ ভাবে প্রেসক্লাবের সভা করার লক্ষ্যে প্রবেশের চেষ্টা কালে, পূর্ব পরিকল্পিত ভাবে বহিরাগত সন্ত্রাসীদের হামলায় আবুল কাশেম ও আসাদুজ্জামান গ্ৰুপের ৩০ সাংবাদিক আহত হয়েছেন।

আহতরা হলেন- ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন ও বাংলাদেশ বেতারের সাতক্ষীরা প্রতিনিধি ও প্রেসক্লাবের একপক্ষের সভাপতি আবুল কাশেম, ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি বেলাল হোসেন, ভোরের আকাশের আমিনুর রহমান, মুক্ত স্বাধীন পত্রিকার সম্পাদক আবুল কালাম, দৈনিক অনির্বানের সোহরাব হোসেন, আসাদুজ্জামান, তৌফিকুর রহমান লিটু, সোহরাব সবুজ, রমজান, রেজাউল ইসলাম বাবলু, এমন ইদ্রিস আলী।

আহতদের মধ্যে প্রচুর রক্তক্ষরণ হয় আমিনুর রহমান, বেলাল হোসেন ও সোহারব হোসেন এর।

এঘটনায় আহত সভাপতি আবুল কাশেম বলেন, “আমরা শান্তিপূর্ণভাবে প্রেস ক্লাবে একটি সভার প্রস্তুতি নিচ্ছিলাম।

এবং সকলেই প্রেসক্লাব অভিমুখে রওয়ানা হই, প্রেসক্লাবের গেটের সামনে পৌঁছালেই সাংবাদিক আবু সাঈদ ও আব্দুল বারীর নেতৃত্বে একদল লোক আমাদের ওপর হামলা চালায়। এতে অন্তত ৩০ সাংবাদিক আহত হয়েছেন।

বাংলা ভিশন ও বাসসের জেলা প্রতিনিধি আসাদুজ্জামান বলেন, “আবু সাঈদ ও আব্দুল বারী দীর্ঘদিন ধরে অগঠনতান্ত্রিক ও অবৈধ উপায়ে প্রেস ক্লাব দখল করে রেখেছেন। তাদের মতের বিরুদ্ধে গেলেই হামলা ও নির্যাতন চালানো হয়।”

হামলার বিষয়ে জানতে সাতক্ষীরা প্রেস ক্লাবের আরেকপক্ষের সভাপতি আবু সাঈদ ও সাধারণ সম্পাদক আব্দুল বারীর সাথে
মোবাইলে যোগাযোগ করার চেষ্টা করে সংযোগ পাওয়া যায়নি।

সাংবাদিকদের ওপর ভাড়া করা বহিরাগত সন্ত্রাসীদের হামলার ঘটনায় সাতক্ষীরায় সাংবাদিকদের মাঝে তীব্র ক্ষোভ ও উত্তেজনা দেখা দিয়েছে। দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।

এ বিষয়ে সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ
(ওসি) শামিনুল ইসলাম বলেন, ঘটনার পর থেকে প্রেস ক্লাব এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি সেনাবাহিনীও রয়েছে।

এ বিষয়ে প্রতক্ষ্যদর্শীরা জানান সাংবাদিকদের সমস্যা সাংবাদিকরা মোকাবেলা করবে সুষ্ঠু সমাধানের জন্য কিন্তু এক পক্ষের সাংবাদিকরা বহিরাগত সন্ত্রাসীদের ভাড়া করে এনে অন্য সাংবাদিকদের উপর অতর্কিত হামলায় ঘটনা অত্যন্ত দুঃখজনক।

এব্যাপারে সাংবাদিক আসাদুজ্জামান বাদি হয়ে সাতক্ষীরা সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।প

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com