
সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী সংগঠনের পক্ষ থেকে অসহায় ও দুস্থ প্রাক্তন শিক্ষার্থী ও হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
সোমবার (১৯ জুলাই) বেলা ১১টায় সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে ১৯৭৮ সালের প্রাক্তন শিক্ষার্থী মীর রাশেদ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এ সময় উপস্থিত থেকে অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার তুলে দেন, সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মোঃ হাবিবুল হুসাইন।
এসময় আরো উপস্থিত ছিলেন, সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমরেশ কুমার দাশ, বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও সহকারি শিক্ষক মোঃ আবুল হাসান, বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও শিশু বিশেষজ্ঞ ডাঃ জাকির হোসেন, বিশিষ্ট ব্যবসায়ি জুনায়েদ হোসেন বায়রন, কামরুজ্জামান রাসেল, তাজুল ইসলাম রিপন, আব্দুল কুদ্দস, প্রাক্তন শিক্ষার্থী ও ১নং ওয়ার্ড কাউন্সিলন কায়সারুজ্জামনা হিমেল প্রমুখ।
 
                                                
Leave a Reply