শিরোনাম :
ধোবাউড়ায় মাধ্যমিক স্কুল-মাদ্রাসা পর্যায়ে গ্রীষ্মকালীন সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত ধোবাউড়ায় পূজা উদযাপন কমিটির সঙ্গে মতবিনিময় করলেন বিএনপির যুগ্ম মহাসচিব এমরান সালেহ প্রিন্স ধোবাউড়ায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপে জিআর চাল বিতরণ কক্সবাজার রামু মরিচ্যা যৌথ চেকপোস্টে ১ লাখ ২৪ হাজার ইয়াবাসহ যুবক আটক শারদীয় দুর্গাপূজা ঘিরে যশোরে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা — চার সেক্টরে স্ট্রাইকিং টিম, ৪০ মোবাইল টিম, ১৭২ মোটরসাইকেল টিম মাঠে; সাইবার ক্রাইম টিমও থাকবে ২৪ ঘণ্টা তৎপর ঝিনাইদহে সিদ্ধেশ্বরী মন্দিরে তালা ভেঙে চুরি *আজমতপুর সীমান্তে যৌথ অভিযানে ০১টি বিদেশী পিস্তল, ০৬ রাউন্ড গুলি এবং ০২টি ম্যাগাজিন আটক প্রসংগে।* ভোলাহাট সীমান্তে ভারত হতে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশ এর দায়ে ১৯ (ঊনিশ) জন ব্যক্তি আটক। ঝিনাইদহের কালীগঞ্জে ধর্ষনের শিকার সংখ্যালঘু নারী, ধর্ষক পলাতক জাতীয় দিবসে সৌদি আরবে অর্জিত সাফল্যের জন্য বাদশাহ সালমান ঈশ্বরকে ধন্যবাদ জানিয়েছেন।

সাতক্ষীরায় শরীরে আগুন দিয়ে কলেজছাত্রীর আত্মহত্যা মসজিদের ইমাম আটক

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২ মে, ২০২৫
  • ৮২ বার পঠিত

আজহারুল ইসলাম সাদী, স্টাফ রিপোর্টারঃসাতক্ষীরার তালায় প্রেমের প্রস্তাবে ব্যর্থ হয়ে সানজিদা আক্তার তুলি (১৭) নামে এক কলেজছাত্রী আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।শুক্রবার (২ মে) আটককৃত ইমাম আমিনুর রহমানকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।বৃহস্পতিবার দুপুরে সানজিদা আক্তার তুলি গায়ে কেরোসিন ঢেলে নিজের শরীরে আগুন লাগিয়ে আত্মহত্যা করেন।তুলি আত্মহত্যার ঘটনায় তার পিতা আব্দুর রহমান মোড়লের ছেলে কামরুল ইসলাম মোড়ল বাদী হয়ে তালা থানায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা দায়ের করেছেন।মামলার ভিত্তিতে ঘোনা জামে মসজিদের ইমাম মো. আমিনুর রহমানকে (২৫) আটক করা হয়েছে। তিনি খুলনার ডুমুরিয়া উপজেলার কাঞ্চনপুর গ্রামের মো. রবিউল ইসলাম গাজীর ছেলে। বৃহস্পতিবার রাতে পাটকেলঘাটা থেকে তাকে আটক করা হয়।মামলার বিবরণে জানা যায়, আমিনুর রহমান কয়েক বছর ধরে তালা উপজেলার ঘোনা জামে মসজিদের পেশ ইমাম হিসেবে কর্মরত ছিলেন। সম্প্রতি তার সঙ্গে সানজিদা আক্তার তুলির প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তুলি তাকে বিয়ের প্রস্তাব দেন, তবে আমিনুর তা প্রত্যাখ্যান করে মসজিদের দায়িত্ব ছেড়ে চলে যান। এ ঘটনায় হতাশ হয়ে তুলি আত্মহত্যার সিদ্ধান্ত নেন। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে বাড়িতে কেউ না থাকায় সে কেরোসিন ঢেলে শরীরে আগুন লাগিয়ে দেয়। বিকেল সাড়ে ৬টার দিকে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলেও সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।তালা থানার অফিসার ইনচার্জ শেখ মো. শাহীনুর রহমান জানান, সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে তুলির মরদেহ শুক্রবার বিকেলে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তার বাবা কামরুল ইসলাম মোড়ল বাদী হয়ে পেনাল কোডের ৩০৬ ধারায় পেশ ইমাম আমিনুর রহমানের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা তালা থানার উপপরিদর্শক মো. খলিলুর রহমান জানান, আমিনুর রহমানের সাত দিনের রিমান্ডের জন্য আদালতে আবেদন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com