আজহারুল ইসলাম সাদী, স্টাফ রিপোর্টারঃ
সাতক্ষীরার কলারোয়া উপজেলার ভারতীয় সীমান্তবর্তী চন্দনপুর ইউনিয়নের চান্দুড়িয়া গ্ৰামের এক ব্যক্তির
কাকড় ও পটল ক্ষেত থেকে পুলিশ ১০ ফুট লম্বা ৭ টি গাঁজা গাছ উদ্ধার।
মঙ্গলবার (১৭ জুন) সাতক্ষীরার
চান্দুড়িয়া গ্রামে গোপনে গাঁজা চাষের অভিযোগে অশোক প্রামাণিক (৫০) নামে এক নরসুন্দরকে আটক করেছে পুলিশ।
জানা গেছে, বাড়ির উঠানসংলগ্ন পটল ক্ষেতের ভেতরে ১০ ফুট লম্বা সাতটি গাঁজা গাছ রোপণ ও পরিচর্যার অভিযোগে গ্রেপ্তার করা হয় তাকে।
গ্ৰেফতারকৃত ব্যাক্তি ওই গ্রামের মৃত কানাই পরমানিকের ছেলে।
কলারোয়া থানার অফিসার ইনচার্জ ওসি শেখ সাইফুল ইসলামের নির্দেশনায় এসআই নাসির উদ্দিন, আব্দুর রউফ, মিজানুর রহমান, আনিসুর রহমান, আনোয়ার হোসেনসহ সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে গাঁজা গাছসহ তাকে আটক করে।
এসআই আনিসুর রহমান জানান, অশোক পেশায় একজন নরসুন্দর হলেও বাড়ির সামনের সবজি ক্ষেতের মধ্যে সাতটি গাঁজা গাছ চাষ করছিলেন। সেগুলোর পরিচর্যা করতেন এবং কাউকে ঐ স্থানে প্রবেশ করতে দিতেন না। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাছসহ তাকে আটক করা হয়।
আটকের সময় অশোক কুমার পরমানিক বলেন, দুই মাস আগে কাকড় গাছ রোপনকালে ওই গাছগুলো উঠেছিলো। প্রথমে এগুলো তুলার গাছ ভেবেছিলাম। পরে বুঝেছি এগুলো গাঁজার গাছ।
কলারোয়া থানা অফিসার ইনচার্জ ওসি শেখ সাইফুল ইসলাম বলেন, গাঁজা গাছগুলোর প্রতিটির উচ্চতা প্রায় ১০ ফুট, যা কাঁচা অবস্থায় আনুমানিক ১৬ কেজি গাঁজার সমতুল্য। প্রতিকেজি শুকনো ও উন্নত গাঁজার বাজারমূল্য প্রায় ৫০হাজার টাকা। অভিযানে ধৃত গাছসহ অশোক কুমারকে গ্রেফতার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৭ নম্বর নিয়মিত মামলায় সাতক্ষীরা জেলা কারাগারে পাঠানো হয়েছে।
Leave a Reply