মো. মেরাজুল ইসলাম মেরাজ রংপুর প্রতিনিধি :
চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থানে সাহসী ও পেশাদার সাংবাদিকতার স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেলেন রংপুরের ৯ জন সাংবাদিক। তাদের মধ্যে রয়েছেন জাতীয় টেলিভিশনের সিনিয়র সাংবাদিক, ক্যামেরাপার্সন ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র সাংবাদিকরাও।
রোববার (৩ আগস্ট) ঢাকার তথ্য ভবনে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উদ্যোগে এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতায় আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে এই সম্মাননা স্মারক তুলে দেওয়া হয় দেশের বিভিন্ন প্রান্তের সাহসী সাংবাদিকদের হাতে।
রংপুর থেকে যাঁরা সম্মাননা পেয়েছেন—এনটিভির সিনিয়র সাংবাদিক এ কে এম মঈনুল হক। এনটিভির ক্যামেরাপার্সন আসাদুজ্জামান আরমান। যমুনা টেলিভিশনের সিনিয়র সাংবাদিক সরকার মাজহারুল মান্নান।যমুনা টেলিভিশনের ক্যামেরাপার্সন আলমগীর হোসেন।
এছাড়াও সাহসী প্রতিবেদনের জন্য সম্মানিত হয়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ৫ জন ছাত্র সাংবাদিক।
অনুষ্ঠানে বক্তারা বলেন, গণতন্ত্র রক্ষায় সাংবাদিকদের নির্ভীক ভূমিকা অতুলনীয়। সাহসিকতা, সততা ও বস্তুনিষ্ঠতার সঙ্গে দায়িত্ব পালন করায় এই সাংবাদিকরা দেশবাসীর কাছে অনুকরণীয় হয়ে উঠেছেন।
সম্মাননা পাওয়া সাংবাদিকরা জানান, এ অর্জন তাদের কাজের প্রতি আরও দায়বদ্ধ ও অনুপ্রাণিত করবে।
অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা, জাতীয় ও স্থানীয় গণমাধ্যমকর্মীসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
Leave a Reply