অস্বাস্থ্যকর পরিবেশে নিম্নমানের খাবার বিক্রি স্বাস্থ্যবিধি না মানায় সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ফুড ভিলেজ প্লাসসহ ৫টি প্রতিষ্ঠানকে মোট ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) দুপুর থেকে বিকেল পর্যন্ত হাটিকুমরুল গোলচত্বর এলাকায় র্যাব-১২ এর সহযোগিতায় এসব অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক জনাব মাহমুদুল হাসান রনি।
সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে র্যাব-১২ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মিঃ জন রানা জানান, হাটিকুমরুল গোলচত্বরে ফুড ভিলেজ হাইওয়ে রেষ্টুরেন্টে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে নিন্মমানের খাবার বিক্রি করার দায়ে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়
একই এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে বেকারী পন্য তৈরীর করার অপরাধে দুটি বেকারি প্রতিষ্ঠানের মালিক আইনুল হক ও মারুফ হোসেনকে ৫০ হাজার টাকা করে, নকল জুস তৈরীর দায়ে আব্দুর রাজ্জাককে ৫০ হাজার এবং নোংরা পরিবেশে আচার ও চিপস্ তৈরীর দায়ে হানিফ কে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
Leave a Reply