শিরোনাম :
শত বছরের পুরাতন পুকুর ভরাটে প্রশাসনের নীরবতা, ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী। আখাউড়ায় ৫৪৫ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার ঝিনাইদহ -০৪ আসনে কালীগঞ্জের মাটিতে অতিথি পাখির ঠাই নাই বললেন স্থানীয় নেতাকর্মী ব্রাহ্মণবাড়িয়া ডিবি পুলিশ কর্তৃক ০৬ কেজি গাঁজাসহ ০১ মাদক কারবারী গ্রেফতার। গণপূর্তের “গডফাদার” আতিক: কোটি কোটি টাকার টেন্ডার ও পোস্টিং নেটওয়ার্কের কর্ণধার শিক্ষা, সংস্কৃতি ও খেলাধুলায় গড়ে উঠবে নতুন বাংলাদেশ: আমিনুল হক আশুগঞ্জ থানা পুলিশ কর্তৃক ১৪ বোতল বিদেশী মদ উদ্ধার; ০১ মাদক কারবারী গ্রেফতার: ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে ধানের শীষের প্রার্থী মুশফিকুর রহমানকে ফুলেল শুভেচ্ছা কাশিমপুর কারাগারে সাংবাদিক শিহাব উদ্দিনকে দেখতে গেলেন ঢাকা প্রেসক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামাল শ্রীপুরে রহস্যজনক এক নববধূর মৃত্যু।

সিলেটে করোনা ভাইরাসে ১ জনের মৃত্যু, আক্রান্ত ৮৫

সিলেট থেকে শাকেল মিয়া :
  • আপডেট টাইম : শুক্রবার, ২৮ মে, ২০২১
  • ২৯৮ বার পঠিত

May 27, 2021

মহামারি করোনার তাণ্ডব কোনোভাবেই থামছে না। বিশ্বব্যাপী চলছে এর দ্বিতীয় ঢেউ। করোনার টিকা আবিষ্কার হলেও মৃত্যুর মিছিল কেবলই দীর্ঘ হচ্ছে। ফলে স্বস্তিতে নেই কেউ । এদিকে করোনায় আক্রান্ত হয়ে সিলেটে একদিনে আরও ১ জনের মৃত্যু হয়েছে। সেই সাথে আক্রান্ত হয়েছেন ৮৫ জন। আর একই সময়ে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ১৩৪ জন।

বুধবার ২৭ মে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, বিগত ২৪ ঘন্টায় সিলেটে আরও ৮৫ জন করোনা আক্রান্ত হয়েছেন। তারমধ্যে সিলেট জেলায় ৬০ জন, সুনামগঞ্জে ১ জন, মৌলভীবাজারে ৩ জন ও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৯ জন।

নতুন করে আক্রান্তদের নিয়ে সিলেট বিভাগে করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২২ হাজার ২৫৯ জন। এরমধ্যে সিলেট জেলায় আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ৫৩৭ জন, সুনামগঞ্জে ২ হাজার ৭৯২ জন, হবিগঞ্জে ২ হাজার ৪৮৫ জন ও মৌলভীবাজারে ২ হাজার ৪৪৫ জন।

গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১৩৪ জন। এরমধ্যে সিলেটের ৫২ জন, সুনামগঞ্জে ১১ জন, হবিগঞ্জের ৫৩ জন ও মৌলভীবাজারে আরও ১৮ জন সুস্থ হয়েছেন।
এ নিয়ে সুস্থ হওয়ার সংখ্যা দাঁড়ালো ২০ হাজার ৯৮৫ জন। এর মধ্যে সিলেট জেলার ১৩ হাজার ৯০১ জন। তাছাড়া এখন পর্যন্ত সুনামগঞ্জে ২ হাজার ৭২৪ জন, হবিগঞ্জে ২ হাজার ৪৫ জন ও মৌলভীবাজারে ২ হাজার ৩১৫ জন সুস্থ হয়েছেন।

এদিকে সিলেট জেলায় হাসপাতালে ভর্তি হয়েছেন ১৮ জন করোনা আক্রান্ত রোগী। সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২০৮ জন। এরমধ্যে সিলেট জেলায় ১৯৪ জন, সুনামগঞ্জে ৫ জন, হবিগঞ্জে ৩ জন, মৌলভীবাজারে ৬ জন।

গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে করোনায় আরও একজনের মৃত্যু হয়েছে। তিনি সুনামগঞ্জের বাসিন্দা।
এ পর্যন্ত সিলেট বিভাগে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩৯৪ জনে। এরমধ্যে সিলেট জেলার ৩১৬ জন, সুনামগঞ্জে ৩০ জন, হবিগঞ্জে ১৮ জন ও মৌলভীবাজারের ৩০ জন রয়েছেন

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com