শিরোনাম :
চুয়াডাঙ্গা-২ আসনে মনোনয়ন প্রাপ্ত মাহমুদ হাসান খান বাবুকে গড়াইটুপি ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন ঝিনাইদহে মানবিক আরএমও’র বদলিতে শৈলকূপা বাসি উদ্বেগ — এলাকাবাসীর দাবি, “অবিলম্বে অর্ডার বাতিল করা হোক” ‎চুয়াডাঙ্গায় বিএনপি নেতার প্রবাসীর স্ত্রীসহ বসবাসে গুঞ্জন ও চাঞ্চল্যের সৃষ্টি বগুড়া সদর-৬ আসনে তারেক রহমানের বিজয় নিশ্চিতের লক্ষ্যে তরুণদের প্রস্তুতি সভা অনুষ্ঠিত বিএনপির দলীয় মনোনয়ন পেয়েই গণসংযোগে ব্যস্ত সময় পার করছে রংপুরের প্রার্থীরা নারায়ণগঞ্জ-৩ আসনে মনোনীত প্রার্থী ইকবাল হোসাইন ভূঁইয়া ও আজহারুল ইসলাম মান্নান,কার হাতে সন্ত্রাসমুক্ত,নিরাপদ জনপদ গড়া সম্ভব? যশোরের রুপদিয়া এলাকায় নাঈম নামে একজনকে ফার্মেসীতে ডেকে নিয়ে হত্যার চেষ্টা করে সন্ত্রাসীরা অটোরিকশার ভুলের কারণে বাস চাপায় মির্জাপুরে নিহত দুই রাজশাহীতে নেসকোর প্রিপেইড মিটার বাতিলের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান নারায়ণগঞ্জ-৩ বিএনপির মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান মাঠে সক্রিয়

সুন্দরবন ও উপকূলীয় জীববৈচিত্র্যের রক্ষায় কার্যকর পদক্ষেপ দাবি

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪
  • ১০৫ বার পঠিত

বিশেষ প্রতিনিধি মোংলা

সুন্দরবন ও উপকূলীয় জীববৈচিত্র্যের রক্ষায় কার্যকর পদক্ষেপ দাবি
বাংলাদেশ বর্তমানে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা করতে এক সংকটময় অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। সুন্দরবন ও উপকূলীয় বাস্তুতন্ত্রের ওপর এই পরিবর্তনের প্রভাব ক্রমেই গভীর হচ্ছে। শুক্রবার (২২ নভেম্বর) বিকেল ৩টায় মোংলার দক্ষিণ কাইনমারিতে জলবায়ু ন্যায্যতা এবং সুন্দরবন উপকূলের প্রাণ-প্রকৃতি ও জীবন-জীবিকা সুরক্ষা” শীর্ষক এক গণসংলাপে বক্তারা এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেন।
গণসংলাপের আয়োজক সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) সুন্দরবন রক্ষায় আমরা ওয়াটারকিপার্স বাংলাদেশ এবং পশুর রিভার ওয়াটারকিপার। সংলাপে সভাপতিত্ব করেন পশুর রিভার ওয়াটারকিপারের সমন্বয়কারী মোঃ নূর আলম শেখ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আফিয়া শারমিন।
বক্তারা বলেন, সুন্দরবনের ক্ষতিসাধনকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিশ্চিত না হওয়ায় পরিবেশগত বিপর্যয় আরও ত্বরান্বিত হচ্ছে। পরিবেশের সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় সরকারের পাশাপাশি স্থানীয় জনগোষ্ঠীকেও সচেতন ভূমিকা রাখতে হবে।
উপজেলা নির্বাহী অফিসার আফিয়া শারমিন বলেন, “বাংলাদেশ জলবায়ু পরিবর্তনে ভূমিকা না রাখলেও এর বিপর্যয় মোকাবিলা করতে হচ্ছে। আমাদের জীবনধারা ও লাইফস্টাইলে পরিবর্তন আনতে হবে।
জেলে সমিতির নেতা বিদ্যুৎ মন্ডল অভিযোগ করেন, সুন্দরবন ও পশুর নদীতে মাছের সংকট প্রকট হয়ে উঠেছে, যা নদী দূষণ এবং অবৈধ শিকারজনিত সমস্যার ফল। নারী নেত্রী চন্দ্রিকা মন্ডল বলেন, স্বাভাবিক জোয়ারেও উপকূলীয় ঘরবাড়ি তলিয়ে যাচ্ছে। স্বপ্না বিশ্বাস উপকূলীয় অঞ্চলে সুপেয় পানির সংকট এবং লবণাক্ততার কারণে কৃষি উৎপাদন শূন্যের কোঠায় নেমে আসার বিষয়টি তুলে ধরেন।
সভাপতির বক্তব্যে মোঃ নূর আলম শেখ বলেন, “সুন্দরবন ধ্বংসকারী প্রকল্পগুলো বাতিল করতে হবে। বন্যপ্রাণী অপরাধীদের আইনের আওতায় আনতে হবে। উপকূলীয় জনগোষ্ঠীর জন্য সুপেয় পানি সরবরাহ নিশ্চিত এবং হাওড় অঞ্চলের মতো সুন্দরবনের জন্য একটি উন্নয়ন বোর্ড গঠন করতে হবে।
বক্তারা আরও উল্লেখ করেন, জীবাশ্ম জ্বালানির বিকল্প হিসেবে নবায়নযোগ্য জ্বালানির প্রসার ঘটানো জরুরি। গণসংলাপে পরিবেশ বিষয়ক পুঁথিপাঠ করেন গায়ক মোল্লা আল মামুন, যা উপস্থিতদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে ভূমিকা রাখে।
বক্তারা সুন্দরবনসহ উপকূলীয় অঞ্চলের বাস্তুতন্ত্র রক্ষায় সরকারি এবং বেসরকারি উদ্যোগের সমন্বিত প্রয়াসের আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com