আশীষ বিশ্বাস
সিনিয়র স্টাফ রিপোর্টার
নীলফামারীর বাণিজ্যিক রাজধানী সৈয়দপুর উপজেলা শহরের ১৩,১৪ ও ১৫ নং ওয়ার্ড মহিলা জামায়াতের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকালে শহরের একটি শিক্ষা প্রতিষ্ঠানে সমাবেশের আয়োজন করা হয়। আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য (প্রার্থ) ও সৈয়দপুর উপজেলা আমীর হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম। এসময় অন্যদের মধ্যে আসন পরিচালক আখতারুজ্জামান বাদল, সৈয়দপুর উপজেলা জামায়াতের নায়েবে আমীর মো. শফিকুল ইসলাম, সৈয়দপুর শহর মহিলা জামায়াতের সভানেত্রী দিলরুবা খানম, সেক্রেটারি শাহানাজ বেগম ও ঐ তিন ওয়ার্ডের শতাধিক নারীকর্মী ও সমর্থক অংশ গ্রহণ করেন।
প্রধান অতিথির ভাষণে হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম বলেন,”দেশে আজ নারীদের কোন মর্যাদা নেই, নেই কোন অধিকার।স্বাধীনভাবে রাস্তাঘাটে চলাফেরা করাও প্রায় অসম্ভব হয়ে গেছে। প্রতিনিয়ত নারী নির্যাতন বেড়েই চলেছে। নারীরা বাড়িতে বাবা মায়ের সামনে ধর্ষণের শিকার হচ্ছে। আপনারা আপনাদের মূল্যবান ভোট দিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে সরকার গঠনের সহযোগিতা করলে আর আমরা যদি সরকার গঠন করতে পারি তাহলে কোরআন হাদিসের আলোকে নারীদের মর্যাদা দিয়ে নিরাপত্তা বিধান করা হবে। এই বাংলাদেশে সন্ত্রাসী চাঁদাবাজি এবং নারী নির্যাতনের মত অপকর্ম দূর করা হবে।”
Leave a Reply