
মোঃ বনি স্টাফ রিপোর্টার ঝিনাইদহঃ
ঝিনাইদহ সদর উপজেলার রাউতাইল এলাকায় পিকআপ ভ্যানের ধাক্কায় ঝিনাইদহ অগ্রনী ব্যাংকের সাবেক সিনিয়র অফিসার আব্দুস সামাদ তোতা (৬২) নিহত হয়। (শুক্রবার) সকাল সাড়ে ৭ টার দিকে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের রাউতাইল পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এমন দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুস সামাদ ঝিনাইদহ সদর উপজেলার মধুহাটী ইউনিয়নের হাট গোপালপুর গ্রামের মৃত সোহরাব হোসেনের ছেলে। ঝিনাইদহ আরাপপুর হাইওয়ে পুলিশের ওসি মিজানুর রহমান জানান, রাউতাইল এলাকায় মেয়ে বাড়ি থেকে সকালে হাটতে বেরিয়েছিলেন ব্যাংকার আব্দুস সামাদ। সাড়ে ৬ টার দিকে পল্লী বিদ্যুৎ অফিসের সামনে পৌঁছালে ঝিনাইদহ থেকে চুয়াডাঙ্গাগামী এক পিকআপ ভ্যান তাকে ধাক্কা দিয়ে দ্রুত গতিতে পালিয়ে যায়। এতে রাস্তায় ছিটকে পড়ে গুরুতর ভাবে আহত হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করেন। এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকাল সাড়ে ৭ টার দিকে আব্দুস সামাদের মৃত্যু হয় । শুক্রবার বিকালে সদর উপজেলার হাট গোপালপুরে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। অবসর গ্রহনের আগে আব্দুস সামাদ সর্বশেষ অগ্রনী ব্যাংক ঝিনাইদহ শহরের প্রধান শাখায় কর্মরত ছিলেন। এদিকে ব্যাংকার আব্দুস সামাদের মৃত্যুতে ঝিনাইদহ ব্যাংক পাড়ায় শোকের ছায়া নেমে এসেছে। অগ্রণী ব্যাংক অফিসার্স সমিতির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ সাহা সাবেক কর্মকর্তা আব্দুস সামাদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
Leave a Reply