
১১/০৮/২২ দিবাগত রাত ১২ঃ ৩০ মিনিটের সময় ডাকাতির প্রস্তুতিকালে গোপন সংবাদের বিত্তিতে পুলিশ পরিদর্শক, নবীগঞ্জ থানার ওসি তদন্ত আমিনুল ইসলামের নেতৃত্বে ও এস,আই জাহাঙ্গীর আলম, গৌতম দাশ,আবু সাইদ, রাজিব রহমান,বিজয় দাশ মুস্তাফিজুর রহমান, এ,এস,আই বিমল দাসের সমন্বয়ে একদল চৌকস পুলিশ সদস্যদের অভিযানে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র এবং ডাকাতদের ব্যবহৃত মিনিট্রাকসহ আউশকান্দি ঢাকা-সিলেট মহাসড়কে শহীদ কিবরিয়া চত্বরে একদল ডাকাতকে আটক করা হয়েছে। তাদের সাথে থাকা একটি পাইপগান গ্রিলকাটার,চিরাপাঞ্জা,রামদা,জি আই পাইপ, তাদের কাছ উদ্ধার করা হয়। ডাকাত দলের সদস্য হল ১,রুবেল মিয়া,(২৯) পিতা ফটিক মিয়া,গ্রাম হরিধরপুর, ৯ নং বাউশা ইউনিয়ন নবীগঞ্জ
২.মোঃজাহাঙ্গীর (২৫) পিতা আঃ গনি, গ্রাম সাকুয়া ৭ নং করগাও ইউনিয়ন, নবীগঞ্জ
৩; মো সহিবুর রহমান (২৮),পিতা মৃত আঃ গনি চরগাও ইমামবাড়ি ১২ নং ইউনিয়ন নবীগঞ্জ ৪ রুজেল খান ওরফে ময়না মিয়া (২৪) পিতাঃ মোখলিছ খান গ্রাম করিমপুর,থানা বালাগঞ্জ, সিলেট ৫/জাহাঙ্গীর আলম ওরফে জাহান (২২) পিতা হাজী তাহির উল্লাহ,গ্রাম বাজার চড়া ৩ নং ইনাতগঞ্জ ইউনিয়ন নবীগঞ্জ, বর্তমানে সিলেট উপশহরে বসবাস করে বলে যানা যায় এবং তাদের সহযোগী আরো ৭/৮ জন অন্যত্র অবস্থান করায় তাদের আটক করা সম্ভব হয়নি তারা পলাতক রয়েছে তবে তাদের খুব দ্রুত গ্রেফতার করার অভিযান অব্যাহত রয়েছে বলে জানান। নবীগঞ্জ থানা পুলিশ তা ছাড়া রুবেল মিয়া সহ আরো ২/১ জনের নামে ডাকাতি ও মাধক মামলা ও মামলার ওয়ারেন্ট আছে বলে জানান নবীগঞ্জ থানার ওসি তদন্ত আমিনুল ইসলাম Aminul Islam।
আটককৃতদের জিজ্ঞাসাবাদ শেষে অদ্য ১২/০৮/২২ শুক্রবার বিকালে আদালতে প্রেরণ করা হয়।,এলাকাবাসী জানান নিঃসন্দেহে এটি একটি ভালো কাজ এবং নবীগঞ্জ থানা পুলিশ প্রশংসার দাবীদার ডাকাতদের আটক করায় এলাকাবাসীর অনেকটা সস্থি ফিরে এসেছে,।
Leave a Reply