
সিরাজগঞ্জ সদর উপজেলার ৯ নং কালিয়া হরিপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে- জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শহীদ শেখ কামালের ৭৩ তম জন্মদিন বিনম্র শ্রদ্ধায় পালিত হয়েছে। দিনটি উপলক্ষে শেখ কামালের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী নিবেদন, স্মৃতিচারণ ও আলোচনা সভা, দোয়া ও মোনাজাত করা হয়েছে ।
শুক্রবার (০৫ আগস্ট) সকালে কালিয়াহরিপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে – অত্র ইউনিয়ন পরিষদে, বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে শ্রদ্ধাঞ্জলী অর্পণ শেষে আলোচনা, দোয়া ও মোনাজাত অনুষ্ঠানের -সভাপতিত্ব করেন, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুস সবুর সেখ।
ইউপি সচিব সুমী ঘোষের সঞ্চালনায় – এ জন্মবার্ষিকী অনুষ্ঠানে – ইউপি সদস্য মোঃ আব্দুস ছালাম মন্ডল, মোঃ ফারুক আহম্মেদ, মোঃ আবু বক্কার সরকার রকিবুল, মোঃ রফিকুল ইসলাম, মোঃ নুরু, মোঃ রিমন হাসান, মোঃ সাইফুল ইসলাম, হাজী রেজাউল করিম, ফাহমিদা খাতুন মণি, মোছাঃ হালিমা খাতুন রেখা বেগম সহ ইউপির অন্যান্য কর্মকর্তা কর্মচারী, গ্রাম পুলিশ, গণ্যমান্যব্যক্তিবর্গদের অনেকে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর জৈষ্ঠপুত্র, ক্রীড়া সংগঠক, সাংস্কৃতিক সংগঠক বহুমাত্রিক প্রতিভার অধিকারী, বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামাল
১৯৪৯ সালের ৫ আগস্ট গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন।
Leave a Reply