মোঃ কবির হাওলাদার স্টাফ রিপোর্টারঃ পটুয়াখালী জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ সাইদুল ইসলাম, বিপিএম, পিপিএম দিক নির্দেশনায় জনাব শোনিত কুমার গাইন, অফিসার ইনচার্জ, গলাচিপা থানা, পটুয়াখালী এর নেতৃত্বে অদ্য ১০-০৯-২০২৩ তারিখ গলাচিপা থানা এলাকায় টহল ডিউটিতে নিয়োজিত অফিসার এসআই(নিঃ)/ইমানুল ইসলাম ইমন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ মাদক উদ্ধার, ওয়ারেন্ট তামিল ও বিশেষ অভিযান পরিচালনাকালে সোর্সের গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, গলাচিপা থানাধীন আমখোলা ইউনিয়নের ভাংড়া সাকিনের ৭ নং ওয়ার্ডস্থ আসামীর বসত বাড়ীর সামনে গলাচিপা টু পটুয়াখালী গামী পাকা সড়কের উপর কতিপয় ব্যক্তি মাদক সহ অবস্থান করিতেছে।
উক্ত গোপন সংবাদের ভিত্তিতে সত্যতা যাচাইয়ের জন্য অফিসার ইনচার্জ গলাচিপা থানা এর নেতৃত্বে এসআই/ ইমানুল ইসলাম এর একটি চৌকশ আভিযানিক দল পুলিশ সুপার পটুয়াখালী মহোদয়কে অবহিত করে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওয়ানা দেয়। ঘটনাস্থলে উপস্থিত হলে পুলিশের উপস্থিতি টের পেয়ে জনৈক ব্যক্তি কৌশলে পালানোর চেষ্টাকালে পুলিশ তাকে ধৃত করে তল্লাশিকালে তাহার জিন্স প্যান্টের সামনের ডান পার্শ্বের পকেট হইতে ৪০(চল্লিশ) পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
ধৃত ব্যক্তিকে নাম-ঠিকানা জিজ্ঞাসাবাদে তাহার নাম মোঃ সিমুল চৌকিদার(২৫) পিং-মৃত সোবাহান চৌকিদার, সাং-ভাংড়া ৭ নং ওয়ার্ড, ইউপি-আমখোলা, থানা-গলাচিপা, জেলা-পটুয়াখালী বলে জানান।
গ্রেফতারকৃত অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে গলাচিপা থানায় মামলা রুজুর প্রক্রিয়া চলমান। এদিকে পুরো উপজেলায় জেলা পুলিশ সুপারের এই মাদক বিরোধী অভিযানকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ জনগণ, পাশাপাশি এই অভিযান নিয়মিত পরিচালনা করার জন্য অনুরোধ করেন সচেতন নাগরিকরা।
Leave a Reply