শিরোনাম :
বরগুনার আমতলীতে অভিযান চালিয়ে ৬২ বস্তা অবৈধভাবে মজুদ করা সরকারি সার জব্দ করেছে পুলিশ ও কৃষি বিভাগ গলাচিপা নির্বাহী আদালতের পেশকার আবু জাফর এর বিরুদ্ধে ঘুষ ও দুর্নীতির অভিযোগে আদালত বর্জন ঘোষনা শিক্ষা ব্যবস্থার উন্নয়নে বিএনপির অঙ্গীকার: আনোয়ারুজ্জামান আনোয়ার ঘুষ বাণিজ্যের গুরু ঝিনাইদহ জেলা সার্কেল বিআরটিএ মোটরযান পরিদর্শক সবুজ : পর্ব-১ সংবাদ প্রকাশের পর দূর্গাপুরে ভুয়া আল আকশা ডায়াগনস্টিক সেন্টার বন্ধের নির্দেশ গণতন্ত্র বনাম রাজনীতি: সংকটে বাংলাদেশের নির্বাচন প্রক্রিয়া রাজশাহীতে বহিষ্কৃত ডিবি হাসানের সহযোগীদের চার্জশিটে অন্তর্ভুক্তির দাবি লালন কণ্ঠ ফরিদা পারভীনের মৃত্যুতে জাতির শোক কালীগঞ্জে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে বিএনপির মতবিনিময় সভা ভোলায় জলসিড়ি সাহিত্য আসরের চতুর্থ আড্ডা অনুষ্ঠিত ।

গলাচিপায় জায়গা জমিনিয়ে বিপাকে আছেন বিধবা কমলা রানী।

মোঃআরিফ হাওলাদার ব্যুরো প্রধান পটুয়াখালী জেলা।
  • আপডেট টাইম : রবিবার, ২২ আগস্ট, ২০২১
  • ৩৪৪ বার পঠিত

পটুয়াখালীর গলাচিপা উপজেলার বকুলবাড়িয় ইউনিয়নের ২নং ওয়ার্ডের গুয়াবাড়িয়া গ্রামের রানা বাড়িতে জমিজমা সংক্রান্ত জেরে বিভিন্ন প্রকারের ফলন গাছ কাটা হয়েছে বলে ভুক্তভোগী পরিবার যানান।
সরেজমিনে গিয়ে স্থানীয় লোকের সাথে কথা বলে যানা যায় মৃত বিমল রানার স্ত্রী কমলা রানীর কোন পুত্র সন্তান নেই তার শুধু ৬টি মেয়ে এবং কমলা রানী তাদের সকলকেই কষ্ট করে বিবাহ দেন। তিনি খুব সরল সোজা মানুষ। কমলা রানী সাথে পাশের বাড়ির যাদব চক্রবর্তী সাথে জমিজমা নিয়ে বিরোধ চলতেছে, তারা আরো যানায় দুই বছর আগ থেকেই এই ঝামেলা চলে আসছে এবং অনেক বার স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ গন্যমান্য ব্যাক্তিরা ও ইউপি সদস্যরা সালিশ মিমাংসার জন্যে বসলেও তার কোন সুরহা করতে পারনি। ইউপি মেম্বার নিখিল মোল্লার কাছে এই বিষয় জানতে চাইলে তিনি মুঠো ফোন জানান যাদব চক্রবর্তী কারো কথা শুনেনা ও কাউকে তোয়াক্কা করেনা। উত্তর ছোনখোলা সরকারি প্রথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুভাষ চন্দ্র মজুমদার এর সাথে কথা বলে যানা যায় বিগত দিনে এই দুই পরিবারের সাথে জায়গা জমি নিয়ে একটা মামলা হয়েছিলো সেই মামলা নিম্ন আদালত গ্রাম্য আদালতে পাঠান এবং চেয়ারম্যান নোটিস দিয়ে দুই পক্ষকে ইউনিয়ন পরিষদে হাজির করেন কিন্তুু উভয় পক্ষই কোন কাগজ পত্র দেখাতে না পারায় মৃত বিমল রানার স্ত্রী কমলা রানীকে ও যাদব চক্রবর্তীকে কাগজ পত্র নিয়ে এক মাসের মধ্যে পুনরায় দেখা করতে বলেন, করোনার কারনে কাগজ পত্র সংগ্রহ করতে একটু দেরি হয়। এদিকে যাদব চক্রবর্তী ও তার ছেলে ১৬ই আগষ্ট কমলা রানীর ভিটে বাড়ির পুকুর পারে গাছের বাগানে থেকে বিভিন্ন প্রজাতির ফলন গাছ কেটেছে। শৈলেন নামে একজন যানান তাৎক্ষনিক চেয়ারম্যানকে যানানোর জন্য ফোন করি চেয়ারম্যানকে না পেয়ে প্যানেল চেয়ারম্যানকে জানাই। ভুক্তভোগী কমলা রানী বলেন যাদব চক্রবর্তী ও তার ছেলে কৃষ্ণ চক্রবর্তী আমার পুকুর পারে বাগানে থাকা বিভিন্ন প্রজাতির ৩০ থেকে ৩৫ টি ফলন গাছ জোর করে কাটছে এবং এরা আমাকে মারধর করতে আসে ও আমার স্বামীর ভিটিতে থাকতে দিবেনা বলে হুমকি দেয়। আমি একজন বিধবা অসহায় মানুষ তারা আমার উপর অনেক অত্যাচার করে আমি এর বিচার চেয়ে গলাচিপা সিনিয়র ম্যাজিস্ট্রেট কোর্টে একটা মামলা করি মামলা নং ৫২০/২০২১। এ বিয়য়ে যাদব চক্রবর্তী কাছে জানতে চাইলে তিনি বলেন আমায় জায়গা আমি গাছ কেটেছি, তারা যদি কাগজে পায় তাহলে আমি দিয়ে দেব।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com