
গাইবান্ধা জেলা পুলিশের পৃথক পৃথক অভিযানে ১০০ পিস ট্যাবলেট সহ ০১ জন মাদক কারবারি গ্রেফতারি
রানা ইস্কান্দার রহমানগা ইবান্ধা জেলা ব্যুরো প্রধান
গোবিন্দগঞ্জ থানাধীন বৈরাগীরহাট পুলিশ তদন্ত কেন্দ্র কর্তৃক মাদকদ্রব্য উদ্ধার অভিযান করা কালে তারিখ ০৪/০৮/২০২৩ সময় ১৯.৩০ ঘটিকায় গোবিন্দগঞ্জ থানাধীন ০৪ নং রাজাহার ইউনিয়নের বানেশ্বর বাজারস্থ জনৈক মোঃ আবু রায়হান (৪৩) এর চায়ের দোকানের সামনে কামদিয়া হইতে পানিতলা গামী পাকা রাস্তার উপর পৌঁছায়া উপরোক্ত আসামী মোঃ মিলন মন্ডল (৩৮), পিতা-মৃত লুৎফর রহমান মন্ডল, সাং-প্রভুরামপুর, থানা-গোবিন্দগঞ্জ, জেলা-গাইবান্ধাকে ১০০ (এতশত) পিস অবৈধ মাদকদ্রব্য Tapentadol Tablets সহ ১ জনকে গ্রেফতার করা হয়।
অপরদিকে এসআই(নিঃ) রাজু ইসলাম এর নেতৃত্বে পলাশবাড়ী থানাধীন পলাশবাড়ী পৌরসভার অন্তর্গত মহেশপুর মৌজাস্থ বিটিসি মোড়ের পূর্ব পার্শ্বে রংপুর টু ঢাকা মহাসড়কের উপর গাড়ি চেকিং ডিউটি করাকালে ০৫-০৮-২০২৩খ্রিঃ তারিখ সকাল ১১:৪৫ ঘটিকার সময় ঠাকুরগাও টু বগুড়াগামী যাত্রীবাহী বাস, নাবিল পরিবহন যাহার রেজিঃ নং-ঢাকা মেট্রো-ব-১৪-৮৫৩৪ থামিয়ে চেকিং করাকালে বাসের ভিতরের ডান পাশ্বে বাংকারে রক্ষিত নীল রঙের ট্রাভেল ব্যাগের ভিতর হইতে ১৩ (তের ) বোতল ফেন্সিডিল মালিকবিহীন পরিত্যাক্ত অবস্থায় পাইয়া উদ্ধার পূর্বক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।
পুলিশ সুপার, মহোদয়ের নির্দেশনা মোতাবেক জেলা পুলিশ গাইবান্ধা মাদকের বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনা করে যাচ্ছে।
Leave a Reply