
ঢাকা জেলা প্রতিনিধি
ঢাকার রাজধানীর শিল্পকলা একাডেমি চত্বরে রুবিনা নবাব নামক এক সংগীত শিক্ষিকার ওপর শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ উঠেছে। ঘটনার জন্য অভিযোগের আঙুল উঠেছে আরেক সংগীতশিল্পী নিহা ও তার সঙ্গে থাকা কয়েকজন পুরুষ সহযোগীর দিকে। অভিযোগকারীর দাবি অনুযায়ী, গত শুক্রবার (২৬ জুলাই) রাত আনুমানিক ১১টা থেকে সাড়ে ১১টার মধ্যে এই হামলার ঘটনা ঘটে।
রুবিনা নবাব জানান, হামলাকারীরা তাকে হেনস্তা করে, শারীরিকভাবে মারধর করে এবং পোশাক টেনে ধরেন। এমনকি শরীরের বিভিন্ন স্থানে কামড় দিয়ে রক্তাক্ত করেন এবং ঘটনাটি ভিডিও ধারণ করেন বলেও তিনি অভিযোগ করেন। এ সময় তিনি একা থাকায় প্রতিরোধ গড়ে তোলার সুযোগ পাননি।
ঘটনার পরপরই তিনি রমনা থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেন। যদিও এ ঘটনায় একটি মামলা রুজু হয়েছে বলে জানা গেছে, তবে অভিযুক্ত নিহাকে এখনও গ্রেফতার করা সম্ভব হয়নি। এতে ভুক্তভোগীসহ সাংস্কৃতিক অঙ্গনের অনেকে ক্ষোভ প্রকাশ করেছেন।
রুবিনা নবাব বলেন, আমি একজন একাডেমির শিক্ষক, দীর্ঘদিন ধরে সঙ্গীত চর্চায় যুক্ত। যাকে আশ্রয় দিয়েছিলাম, সেই মানুষটি কেন এমন আচরণ করলো, বুঝতে পারছি না। আমি চাই, এর উপযুক্ত বিচার হোক।
সূত্র মতে, অভিযুক্ত নিহা একজন উঠতি সংগীতশিল্পী যিনি রাজধানীর শান্তিনগর এলাকায় একটি প্র্যাকটিস প্যাড পরিচালনা করেন। অভিযোগ রয়েছে, সেখানে তিনি মাঝে মধ্যেই বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত থাকেন। বিভিন্ন সময় সামাজিক মাধ্যমে তাকে দেশের শীর্ষস্থানীয় রাজনৈতিক নেতাদের সঙ্গে ছবি তুলতে দেখা গেছে, যা তাকে কিছুটা প্রভাবশালী ভাবমূর্তি দিয়েছে।
এ বিষয়ে যোগাযোগ করা হলে রমনা থানার একটি সূত্র জানায়, অভিযোগটি তদন্তাধীন রয়েছে। আইনি প্রক্রিয়া অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
তবে নিহা বা তার পক্ষে কেউ এ বিষয়ে গণমাধ্যমে এখনও আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দেননি।
সাংস্কৃতিক অঙ্গনের অনেকেই এই ঘটনার দ্রুত তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। অনেকে আশঙ্কা করছেন, এ ধরনের ঘটনা শিল্পীদের নিরাপত্তা ও স্বাধীনভাবে কাজ করার পরিবেশকে হুমকির মুখে ফেলতে পারে।
 
                                                
Leave a Reply