
স্টাফ রিপোর্টারঃ রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার পাকড়ী ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন, মাননীয় জেলা প্রশাসক রাজশাহী, মোঃ আব্দুল জলিল।
পাকড়ী ইউনিয়ন পরিষদের সার্বিক উন্নয়ন কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন।
উক্ত ইউনিয়ন পরিষদ পরিদর্শন কালে অন্যান্নের মধ্যে উপস্থিত ছিলেন, গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ জানে আলম, গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুল ইসলাম সহ ইউনিয়ন পরিষদের উপস্থিত কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ।
এ বিষয়ে তথ্য নিশ্চিত করতে পাকড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জালাল উদ্দীন মাস্টারকে মোবাইল করা হয় তিনি প্রথমে মোবাইল রিসিভ করেননি পরে মোবাইল রিসিভ করলেও সালাম দিয়ে পরিদর্শনের বিষয়ে জানতে চাইলে মোবাইল কেটে দেন বা কেটে যায়।
পরে উপজেলা নির্বাহী অফিসার গোদাগাড়ী, জানে আলম কে মোবাইল করা হলে তিনি ও কল রিসিভ করেননি। পুনরায় চেয়ারম্যান মোঃ জালাল উদ্দীন মাস্টার কে মোবাইল করলে তিনি মোবাইল রিসিভ করেন।
পরিদর্শন বিষয়ে চেয়ারম্যান মোঃ জালাল উদ্দীন মাস্টার কে জিজ্ঞেস করলে তিনি জানান এখানে কিছু খাস জমি আছে সে গুলোতে গুচ্ছ গ্রাম করবার বিষয়ে জেলা প্রশাসক রাজশাহী, মোঃ আব্দুল জলিল ও অন্যান্য অতিথি বৃন্দ বিষয়টি নিশ্চিত করার লক্ষ্যে জেলা প্রশাসক রাজশাহী পরিদর্শন করেন।
সভায় সভাপতিত্ব করেন, পাকড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জালাল উদ্দীন মাস্টার।
মাননীয় জেলা প্রশাসক রাজশাহী, মোঃ আব্দুল জলিল সাহেবের নিকট থেকে এ বিষয়ে জানার জন্য উনার ব্যবহৃত সরকারি নং এ মোবাইল করা হলে সেটি বন্ধ দেখায়।
Leave a Reply