শিরোনাম :
রাঙ্গাবালীতে দশ দিনব্যাপী আনসার-বিডিপি প্রশিক্ষণ চলছে রাজনৈতিক সমঝোতার সংকটে বাংলাদেশ—অর্থনীতি ও জনআস্থা কোথায় দাঁড়িয়ে বগুড়ায় মাদক ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এএসপির সঙ্গে জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশনের আলোচনা কিশোরগঞ্জ উপজেলা কে মডেল উপজেলা হিসেবে গড়তে সাংবাদিকদের সাথে উপজেলা নির্বাহী কর্মকর্তার মত বিনিময় সভা অনুষ্ঠিত নভেম্বরে জেদ্দায় পঞ্চম বার্ষিক হজ সম্মেলন এবং প্রদর্শনী অনুষ্ঠিত হবে। চুয়াডাঙ্গা জেলা গড়াইটুপি ইউনিয়ন সড়াবাড়ীয়া দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটি নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ে জামায়াতে ইসলামীর বিজয় রাজশাহী দুর্গাপুরে খাদ্যগুদাম থেকে নিম্নমানের চাল উদ্ধার ৩ জনকে বদলির পর মামলা বলিউডের জনপ্রিয় কণ্ঠশিল্পী জুবিন গার্গ আর নেই আসন্ন দূর্গাপূজা উপলক্ষে গোপালপুরে হিন্দু সম্প্রদায়ের সাথে মত বিনিময় সভা টাঙ্গাইলের ভূঞাপুরে ” ভূঞাপুর সাহিত্য আড্ডা”-এর অষ্টম পর্ব অনুষ্ঠিত

বরগুনার তিনটি আসন বহালের দাবিতে আমতলীতে মানববন্ধন

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ১১১ বার পঠিত

স্টাফ রিপোর্টারঃ মোঃ নেছার উদ্দিন

বরগুনার তিনটি সংসদীয় আসন পূর্ণ বহাল রাখার দাবিতে আমতলী প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টায় উপজেলা চত্বরে ঘন্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে অংশগ্রহণ করেন
১. জহিরুল ইসলাম মামুন (ভিপি) সিনিয়র যুগ্ন আহবায়ক আমতলী উপজেলা বি এনপি
২. তুহিন মৃধা সদস্য সচিব আমতলী উপজেলা বিএনপি ৩.কবির উদ্দিন ফকির আহবায়ক পৌর বিএনপি  ৪.মকবুল খান যুগ্ন আহবায়ক আমতলী উপজেলা বিএনপি ৫.জালাল উদ্দিন খান সদস্য সচিব আমতলী পৌর বি এনপি ৬.অধ্যাপক এ্যাডভোকেট আব্দুল মজিদ মল্লিক সাবেক এমপি ৫.জাহাঙ্গীর মাস্টার উপজেলা কৃষকদলের সভাপতি  ৬.অ্যাডভোকেট জসিম উদ্দিন সভাপতি আমতলী উপজেলা আইনজীবী সমিতি সহ আমতলী প্রেসক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদকসহ স্থানীয় সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। বক্তারা বলেন, ভৌগোলিক অবস্থান, জনসংখ্যা, শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নকে বিবেচনায় নিয়ে বরগুনার তিনটি সংসদীয় আসন অক্ষুণ্ণ রাখা প্রয়োজন। অন্যথায় জেলার জনগণ উন্নয়ন বৈষম্যের শিকার হবে।
জহিরুল ইসলাম মামুন (ভিপি) সিনিয়র যুগ্ন আহবায়ক আমতলী উপজেলা বি এনপি  তিনি  বলেন, বরগুনা একটি উপকূলীয় দুর্যোগপ্রবণ জেলা। নিয়মিত ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্ত এ অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নের জন্য বিশেষ বাজেট বরাদ্দ ও উন্নয়ন প্রকল্প দরকার। আসন সংখ্যা কমিয়ে দিলে জনগণের অধিকার ক্ষুণ্ণ হবে এবং উন্নয়ন ব্যাহত হবে।
তুহিন মৃধা সদস্য সচিব আমতলী উপজেলা বিএনপি তিনি বলেন  বরগুনা-৩ (আমতলী-তালতলী), আসন ১১২ পুনর্বহালের জোর দাবি জানিয়ে নির্বাচন কমিশনের প্রতি আহবান জানান।  ২০০৮ সালের জাতীয় নির্বাচনের আগে রাজনৈতিক সুবিধার্থে আওয়ামী লীগ সরকারের পরামর্শে নির্বাচন কমিশন অন্যায়ভাবে এ আসনটি বিলুপ্ত করে। এ সিদ্ধান্ত ছিল জনগণের ভোটাধিকার সংকুচিত করার ষড়যন্ত্রের অংশ। এর ফলে প্রায় ৪ লক্ষাধিক ভোটার তাদের নিজস্ব আসন থেকে বঞ্চিত হন। আমতলী-তালতলী অঞ্চলের মানুষ কার্যত জাতীয় সংসদে নিজেদের প্রতিনিধিত্ব হারান।
মানববন্ধনে তিন দফা দাবি উপস্থাপন করা হয়
১. জনগণের সংখ্যা, ভৌগোলিক বাস্তবতা ও ঐতিহাসিক প্রেক্ষাপটের ভিত্তিতে বরগুনার ৩টি আসন অবিলম্বে পুনর্বহাল করা।
২. ২০০৮ সালের বিতর্কিত ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত সিদ্ধান্ত বাতিল করা।
৩.গণতান্ত্রিক অধিকার ও ভোটাধিকারের সুরক্ষা নিশ্চিত করা।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, “আমতলী-তালতলীর মানুষ দীর্ঘদিন ধরে অন্যায়ভাবে বঞ্চিত হয়ে আসছে। একটি পূর্ণাঙ্গ আসনের মতো জনসংখ্যা থাকার পরও আমাদের অধিকার কেড়ে নেওয়া হয়েছে।” আমতলী-তালতলী বাসির অধিকার ফিরিয়ে দেওয়ার দাবি করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com