
এম আর সাইফুল, সিনিয়র রিপোর্টার, জামালপুরঃ জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় অভিনব কায়দায় প্রতারণা করেমাদারগঞ্জে নকল স্বর্নের গয়নাসহ ৫ প্রতারক আটক ৪ লাখ টাকায় নকল স্বর্ণের গয়না বিক্রির সময় জুয়েলারী ব্যবসায়ীরা ৪ জন প্রতারককে আটক করে পুলিশে সোপর্দ্দ করেছে। তারা সবাই টাঙ্গাইল জেলার ভূঞাপুর উপজেলার ফলদা ইউনিয়নের ধুবলিয়া গ্রামের বাসিন্দা। প্রতারণার শিকার উপজেলার বালিজুড়ি বাজারের জুয়েলারী ব্যবসায়ী নুরনবী জানান, বৃহস্পতিবার (২৭জুলাই) বিকালে একটি পরিবার মা, বাবা,স্বামী ও স্ত্রী সেজে তার দোকানে প্রবেশ করে এবং স্থানীয় একটি গ্রামের ঠিকানা দেয়। এবং জরুরী প্রয়োজনের জন্য কিছু স্বর্ণের গয়না বিক্রি করতে চায়।
এ সময় তারা কিছু স্বর্ণের গয়না দেখায়। বাজার মূল্যের চেয়ে কিছু কম দাম চাওয়ায় গয়নাগুলি কিনে নেয়। এক পর্যায়ে একই বাজারের উদয় কুমার ও সাগর মিয়ার দোকানে অনূরুপ ভাবে প্রায় ৪ লাখ টাকার গয়না বিক্রি করলে বিষয়টি সন্দেহ হয়। পরে গয়নাগুলো পরীক্ষা করে দেখে ওপরে সামান্য স্বর্ণের প্রলেপ দেয়া। এ সময় স্বর্ণ ব্যবসায়ী বাজারে খুঁজে তাদের আটক করে পৌর মেয়র মির্জা গোলাম কিবরিয়া কবিরের বাসায় নিয়ে যায়।
সে সময় তাদের কাছ থেকে নকল স্বর্ণ বিক্রির ৪ লাখ টাকা ও আরো গয়না পাওয়া যায়। পরে বিষয়টি মাদারগঞ্জ মডেল থানায় জানালে পুলিশ এসে শানু (২৭) ইকবাল (৩৫) হইবর আলী(৬৫) সুমা বেগম (৩৬) এবং স্থানীয় বাস কাউন্টারের টিকিটি মাস্টার রিপন (৪০)সহ ৫জনকে আটক করে থানায় নিয়ে যায়। মাদারগঞ্জ মডেল থানার (ওসি) মোহাম্মদ মাহবুবুল হক জানান, এখনো মামলা দায়ের হয়নি। মামলা হলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply