
মিঠাপুকুরে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪ তম জন্মবার্ষিকী পালিত
মোঃরাশেদুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জ্যেষ্ঠ পুত্র বিশিষ্ঠক্রীড়া সংগঠক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব বীর মুক্তিযুদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪ তম জন্মবার্ষিকী ৫আগষ্ট মিঠাপুকুর উপজেলা প্রশাসন ও বাংলাদেশ আওয়ামীলীগের আয়োজনে পৃথকভাবে পালিত হয়। এ উপলক্ষে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অপর্ণ করে শ্রদ্ধা জানান এইচ এন আশিকুর রহমান এমপি, উপজেলা চেয়ারম্যান, সরকারী কর্মকর্তাগন ও বীর মুক্তিযোদ্ধাসহ আওয়ামীলীগ নেতৃবৃন্দ।
পরে উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসান এর সভাপতিত্বে নতুন অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন এইচ এন আশিকুর রহমান এমপি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জাকির হোসেন সরকার। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আতিয়ার রহমান, বর্ষিয়ান আওয়ামীলীগ নেতা মোজাম্মেল হক মিন্টু মিয়া, উপজেলা কৃষি অফিসার সাইফুল আবেদীন, ডাঃ আঃ হালিম লাভলু, মিঠাপুকুর থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান প্রমুখ।
আলোচনা সভায় অতিথি ও বক্তাগন শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জীবন আদর্শ তুলে ধরে ব্যাপক আলোকপাত করেন।
অপর দিকে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে এমপি পুত্র রাশেক রহমানের নেতৃত্বে এবং উপজেলা পরিষদ চেয়ারম্যান জাকির হোসেন সরকার এর নেতৃত্বে বেগম রোকেয়া অডিটরিয়ামে পৃথকভাবে আলোচনা সভা , দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
Leave a Reply