পারভেজ মারুফ স্টাফ রিপোর্টারঃ শনিবার, অক্টোবর ১২, ২০২৪, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমানের পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দূর্গা পূজা উপলক্ষে বিএনপি নেতৃবৃন্দ মিত্তিবাড়ী পূজা মন্ডপ পরিদর্শন করেন এবং মিত্তিবাড়ী পূজা মন্ডপ সভাপতি প্রদিপ অধিকারী সাহেব কে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর এর টঙ্গী পশ্চিম থানা পুলিশ ইনচার্জ ইস্কান্দার হাবিব, এসময় উনি সবার উদ্দেশ্যে বলেন সনাতন ধর্মের অনুসারী যারা আছেন তারা আমাদের এই দেশের নাগরিক তারা আমাদের লোক, আমাদের ভাই, তারা যেন তাদের ধর্মীয় উৎসব নির্বিঘ্নে পালন করতে পারেন সবার সজাগ দৃষ্টি রাখতে হবে।এবং পুলিশের কাজে সবার সহযোগিতা চেয়েছেন। এবং আরও উপস্থিত ছিলেন
গাজীপুর মহানগর ছাত্রদল সাধারণ সম্পাদক মোঃ মাহমুদুল হাসান মিরন, তিনি বলেন সনাতন ধর্মের অনুসারী যারা আপনারা আমাদের প্রতিবেশী, আমাদের ভাই। আপনারা নিজেদের সংখ্যালগু ভাববেন না।
আপনারা এদেশের নাগরিক, আপনাদের সবার মতো সমান অধিকার রয়েছে। আপনাদের বড় পরিচিয় আপনারা বাংলাদেশী সংখ্যালগু না। এতে আরও উপস্থিত ছিলেন টঙ্গী পশ্চিম থানা বিএনপির সিনিয়র সহ সভাপতি জাহাঙ্গীর আলম, সদস্য সচিব আসাদ, টঙ্গী পশ্চিম থানা সেচ্ছাসেবক দল সভাপতি আবু বকর এবং গাজীপুর মহানগর ছাত্রদল সাবেক যুগ্ম সম্পাদক মোঃ রাকিব, সহ সাংগঠনিক সম্পাদক পারভেজ মারুফ সহ আরও উপস্থিত ছিলেন অঙ্গ সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দরা।।
Leave a Reply