শিরোনাম :
চুয়াডাঙ্গায় নতুন পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস মিরপুর দুয়ারিপাড়ায় সাংবাদিক এস. এম. রফিককে প্রাণনাশের হুমকি: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C) এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনা: লোকাল বাসের সাথে পাখি ভ্যানের সংঘর্ষে আহত ২ জন গলাচিপায় শারদীয় দুর্গোৎসবের প্রতিমা নির্মাণে ব্যস্ত শিল্পীরা কালীগঞ্জে চুরি করে বেশি দামে সার বিক্রি করার অভিযোগে জরিমানা রূপনগর হাই স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক উৎসব শিক্ষার্থীদের সৃজনশীল বিকাশে খেলাধুলা অপরিহার্য – আমিনুল হক ছড়াকার সুকুমার রায়ের প্রয়াণ দিবস উপলক্ষে টাঙ্গাইলে আবৃত্তি সন্ধ্যা অনুষ্ঠিত ঘুষ ও দালাল চক্রের ভিডিও ধারণের সময় সংবাদকর্মীর মোবাইল ছিনিয়ে নিলেন উপ-সহকারী ভূমি কর্মকর্তা প্রেস বিজ্ঞপ্তি ৪০ বছর পর জামায়াত নেতার হাতধরে ১০ হাজার মানুষের ভোগান্তির অবসানের বার্তা।

মোটরসাইকেল মহড়া দিয়ে বাসাবাড়িতে গুলির ঘটনায় কিশোর গ্যাংয়ের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ ও র‍্যাব

আলমগীর হোসেন সাগর স্টাফ রিপোর্টার :
  • আপডেট টাইম : রবিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৩৮ বার পঠিত

মোটরসাইকেল মহড়া দিয়ে বাসাবাড়িতে গুলির ঘটনায় কিশোর গ্যাংয়ের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ ও র‍্যাব

আলমগীর হোসেন সাগর
স্টাফ রিপোর্টার :

গাজীপুরের শ্রীপুরে মোটরসাইকেল মহড়া দিয়ে বাসাবাড়িতে গুলির ঘটনায় কিশোর গ্যাংয়ের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ ও র‍্যাব। আজ রোববার দুপুরে শ্রীপুর পুলিশ ও র‍্যাব পৃথক দুটি সংবাদ বিজ্ঞপ্তিতে তাঁদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। 
এর আগে, গতকাল শনিবার গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ১০টার দিকে উপজেলার মাওনা ইউনিয়নের ইন্দ্রবপুর গ্রামের গভীর বনের ভেতর অভিযান পরিচালনা করা হয়। এ সময় কিশোর গ্যাংয়ের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ। অভিযানের খবর পেয়ে একজন সদস্য পালানোর সময় তাঁকে গ্রেপ্তার করে র‍্যাব। 
অভিযানে কিশোর গ্যাংয়ের ব্যবহৃত দুটি মোটরসাইকেল জব্দ করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের বেশির ভাগই অস্ত্র আইনের মামলার আসামি গ্রেপ্তার কিশোর গ্যাংয়ের সদস্যরা হলেন–উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি গ্রামের সাব্বির হোসেন (২১), সাগর (২২), সোহেল রানা (২১), মো. ফরহাদ (২১), শাকিল আহমেদ (২০) ও হৃদয় সরকার (২১)। তাঁদের মধ্যে সাব্বির হোসেন দৌড়ে পালিয়ে যাওয়ার সময় র‍্যাবের টহল দল তাকে গ্রেপ্তার করে পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ৬ ফেব্রুয়ারি সন্ধ্যায় ২২টি মোটরসাইকেল যোগে ৫০ জন তেলিহাটি ইউনিয়নে শফিকমোড় এলাকার পাকা সড়কে মহড়া দিয়ে আতঙ্ক সৃষ্টি করে দুটি বাড়িতে গুলি করেন। এ ঘটনায় গত ৮ ফেব্রুয়ারি অস্ত্র আইনে একটি মামলা রুজু হয়। 
র‍্যাবের দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গতকাল রাত ১১টার দিকে গাজীপুর সদর উপজেলার মেম্বার বাড়ি এলাকা থেকে সাব্বিরকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্ত কিশোর গ্যাং সদস্যরা এলাকায় আতঙ্ক সৃষ্টি করে আধিপত্য বিস্তারের চেষ্টা চালায়। ঘটনার সময় দুটি বাড়িতে গুলি ছোড়াসহ দেশীয় অস্ত্রের মহড়া দেয়। গ্রেপ্তারকৃত আসামিদের রোববার দুপুরে শ্রীপুর থানায় হস্তান্তর করা হয়েছে শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. রওশন আলী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে কিশোর গ্যাংয়ের ছয় সদস্যকে পাঁচ দিনের রিমান্ড আবেদন করে আজ দুপুরে আদালতের পাঠানো হয়েছে। 
উল্লেখ্য, গত ৬ ফেব্রুয়ারি সন্ধ্যায় উপজেলার তেলিহাটি ইউনিয়নের শফিকমোড় সড়কে মোটরসাইকেল মহড়া দিয়ে জনৈক সৌদিপ্রবাসী মাহবুব আলম ও কলেজশিক্ষক শিপুল খন্দকারের বাসায় গুলি ছোড়ে। এ ছাড়া কয়েকটি ফাঁকা গুলি ছোড়ে কিশোর গ্যাং সদস্যরা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com