শিরোনাম :
শ্রীপুরে রহস্যজনক এক নববধূর মৃত্যু। ঝিনাইদহ-১ আসনে নির্বাচন করার জন্য অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান পদত্যাগের ঘোষণা সিংগারবিল ইউনিয়নে এক আতঙ্কের নাম গ্রাম পুলিশ নার্গিস বেগম। আশুগঞ্জ থানা পুলিশ কর্তৃক ৭০ (সত্তর)কেজি গাঁজা উদ্ধার; পিকআপ সহ ০১ মাদক কারবারী গ্রেফতার: ঝিনাইদহের কন্যা দেশের সর্বোচ্চ আদালতে সহকারী অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ পেয়েছেন এ্যাডভোকেট শিমুল সুলতানা। শ্রীপুরে জোরপূর্বক অন্যের জমিতে ঘরবাড়ি দোকানপাট নির্মাণ করার অভিযোগ উঠেছে , দুর্গাপুরে চাঁদাবাজি করতে গিয়ে ২ পুলিশ কনস্টেবল গণধোলাই,পুলিশ লাইনে ক্লোজড প্রেমিকার সাথে দেখা করতে গিয়ে কিশোর খুন: গোদাগাড়ীর চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী কলিম গ্রেফতার সাংবাদিকদের সাথে মতবিনিময়ে শিপলু খান: দল যাকে মনোনয়ন দেবে, তার পক্ষেই কাজ করবো আমতলীতে ছাগলকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ: তিনজন আহত, একজন বরিশাল মেডিকেলে

রাজশাহীর গোদাগাড়ীতে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪
  • ৯৪ বার পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহীর গোদাগাড়ীতে বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গোদাগাড়ী উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে দিনভর কর্মসূচি পালন করা হয়েছে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সামরিক সচিব এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মেজর জেনারেল (অবঃ) শরিফ উদ্দিন।

কর্মসূচির অংশ হিসাবে রবিবার (২৭ অক্টোবর) বেলা ১১টায় গোদাগাড়ী বিএনপির পার্টি অফিসের সামনে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, সাবেক সামরিক সচিব, মেজর জেনারেল (অবঃ) মোঃ শরীফ উদ্দিন জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে কর্মসূচীর উদ্ধোধন করেন।

শরিফ উদ্দিন বলেন, বিএনপি জনগণের দল। বিএনপি গণতন্ত্রের দল। এই দল সর্বদা মানুষের উন্নয়নের কথা বলে। তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন সাবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে দেশের জনগণের জন্য। সাধারণ জনগণ জেন হয়রানির শিকার না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।

তিনি আরও বলেন মামলা দিয়ে নিরঅপরাদ কাওকে হয়রানি করা যাবেনা। এতে করে সাধারণ মানুষ যেমন কষ্ট পায় অন্যদিকে নেতাকর্মী ও বিএনপির বদনাম হয়। এই দল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া একটি আদর্শ গণতান্ত্রিক দল।

বাংলাদেশি জাতীয়তাবাদ, জনগণের গণতন্ত্র, সামাজিক ন্যায় বিচার ও অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে উৎপাদনমুখী রাজনীতির মাধ্যমে যুব শক্তিকে কর্ম শক্তিতে রূপান্তরিত করার লক্ষ্য নিয়ে যুবদল প্রতিষ্ঠা করা হয়।

গোদাগাড়ী পৌর যুবদলের আহবায়ক মাহবুবুর রহমান বিপলবের সভাপতিত্বে, যুগ্ম আহ্বায়ক আজিজুল রহমান সেলিম এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মসিউর রহমান আহ্বায়ক কাকনহাট পৌর যুবদল, এমদাদুল হক মুকুল আহ্বায়ক গোদাগাড়ী পৌর যুবদল, মোঃ মাহফুজুর রহমান ডালিম আহ্বায়ক সদস্য রাজশাহী জেলা যুবদল, মোঃ রাকিব রাজিব আহ্বায়ক সদস্য রাজশাহী জেলা যুবদল। অনুষ্ঠানের প্রধান বক্তা মোঃ মাসুদ রানা আহ্বায়ক গোদাগাড়ী উপজেলা যুবদল।

এসময় আরো উপস্থিত ছিলেন গোদাগাড়ী পৌর বিএনপি নেতা সাবেক মেয়র আনোয়ারুল চৌধুরী, পৌর বিএনপি নেতা সাবেক কাউন্সিলর মোঃ নওসাদ আলী, গোদাগাড়ী উপজেলার যুবনেতা মোঃ মামুন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কুরবান আলী, পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক মোঃ রিমেল, তুখোড় যুবনেতা পলাশ, খোকনসহ গোদাগাড়ী উপজেলা, গোদাগাড়ী পৌর এবং কাকন হাট পৌর বিএনপির সকল সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মী, ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত, বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং তারেক রহমানের দীর্ঘায়ু কামনা, সাবেক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মরহুম ব্যারিস্টার আমিনুল হক সহ আন্দোলন-সংগ্রামে সকল শহীদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com