কে এম নাছির উদ্দীন সিনিয়র ক্রাইম রিপোর্টার: সিরাজগঞ্জের শাহজাদপুরে ১৪ কেজি গাঁজা সহ রফিকুল নামক এক পিকআপ চালককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাজশাহী গোয়েন্দা শাখার একটি টিম।গতকাল সোমবার রাতে রফিকুলকে গাঁজা সহ আটক করা হয়। রাজশাহী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দা শাখার উপপরিচালক জিল্লুর রহমান জানান, গোপন সংবাদে আমরা জানতে পারি লালমনিরহাটের বুড়িমারী থেকে একটি পিকআপ ভ্যানে করে বিপুল পরিমান গাঁজা নিয়ে ওই পিকআপ চালক শাহজাদপুরের বাঘাবাড়ির উদ্দেশ্যে যাচ্ছে। পরে আমরা শাহজাদপুরের দিলরুবা বাসস্যান্ডে আগে থেকেই অবস্থান নেই এবং ১৪ কেজি গাঁজা সহ পিকআপ চালক রফিকুলকে আটক করতে সক্ষম হই। আটককৃতর বিরুদ্ধে শাহজাদপুর থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
Leave a Reply