কে এম নাছির উদ্দীন সিনিয়র ক্রাইম রিপোর্টার:
সিরাজগঞ্জের শাহজাদপুর পোরজনা ইউনিয়ন পরিষদ সমগ্র বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ মনোনীত হওয়ায় পোরজনা পরিষদের চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন বাবুকে গণ সংবর্ধনা দেওয়া হয়েছে।
পোরজনা ইউনিয় পরিষদের আয়োজনে দুপুর ১ টায় পোরজনা ইউনিয়ন পরিষদের চত্বরে এই গণ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। গন সংবর্ধনা অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথিদের ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়। ইউপি সদস্য সভাপতি পোরজনা ইউনিয়ন আওয়ামী লীগ আমজাদ হোসেন সভাপতিত্বে এই গণ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
গণ সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিতি ছিলেন শাহজাদপুর উপজেলার পরিষদের চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান,শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কামরুজ্জামান, শাহজাদপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মামুনুর রশিদ লিয়াকত,নরিনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু শামীম, পোতাজিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর জাহান বাচ্চু, সম্মানিত অতিথি বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক মোঃ গোলাম সাকলাইন সেলিম। এই সময় আরো উপস্থিত ছিলেন অত্র ইউনিয়নে মেম্বারগন কর্মকর্তা ও কর্মচারীগন।
Leave a Reply