শ্রীপুরে কওমী মাদরাসার মহা সম্মেলন অনুষ্ঠিত
শামীম আল মামুন
স্টাফ রিপোর্টার
গাজীপুরের শ্রীপুরে কওমী মাদরাসার ছাত্র শিক্ষক গনের মহা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬অক্টোবর) দিনব্যাপি শ্রীপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে উপজেলার পাঁচশতাধিক কওমী মাদরাসার কয়েক হাজার ছাত্র শিক্ষক অংশ নেন। উপজেলার ৪৫০জন কৃতি শিক্ষার্থীদের পুরষ্কার প্রদান করা হয়।
জানাযায়, প্রতি বছরের মতো বৃহস্পতিবার দিনব্যাপি শ্রীপুরে কওমী মাদরাসার মহা মম্মেলন ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়। সম্মেলনে সভাপতিত্ব করেন বাংলাদেশ কওমী মাদরাসা শিক্ষা বোর্ডের সহ সভাপতি আল্লামা আশেকে মোস্তফা। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে পুরষ্কার বিতরণ করেন, গাজীপুর ৩ আসনের সাংসদ মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ এমপি। আন্তর্জাতিক অতিথি ছিলেন ভারতের দেওবন্দ মাদরাসার শাইখুল হাদীস আল্লামা হাসান আসজাদ মাদানী। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ কওমী মাদরাসা বোর্ডের মহাসচিব শাইখুল হাদিস হাফেজ মাহফুজুল হক, শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. মো. সামসুল আলম প্রধান,আলহাজ্ব ই.জেড এম মাসুদুর রহমান, মাও. উবায়দুর রহমান খান নদভী, হাফেজ নেয়ামত উল্লা আল ফরিদী, উপজেলা আ’লীগের সভাপতি মো. হুমায়ুন কবির হিমু, সাধারণ সম্পাদক এ্যাড. মো. হারুন অর রশিদ ফরিদ প্রমুখ।
সম্মেলন বাস্তবায়ন কমিটির
আহ্বায়ক মাও.আবুবক্কর ছিদ্দিক মোড়ল জানান, বেফাকুল মাদারিসিল আরাবিয়া শ্রীপুর শাখার উদ্দোগে মহা সম্মেলন অনুষ্ঠিত হয়। ষোলতম বার্ষিক পরীক্ষায় ১৭৫টি মাদরাসার শিক্ষার্থীরা অংশ নেয়। কৃতিত্ব পূর্ণ ফল অর্জন করায় সম্মেলনে ৪৫০জন শিক্ষার্থীকে পুরষ্কৃত করা হয়।
Leave a Reply