
আকতার হোসেন স্টাফ রিপোর্টার: ঢাকা জেলার সাভার উপজেলায় শিশুদের ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন শুরু হয়েছে।গত রবিবার ( ১৮ জুন ) সকালে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন এর উদ্বোধন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান , এমপি। অনুষ্ঠানে সাভার স্বাস্থ্য কমপ্লেক্সের সকল পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
এসময় প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার স্বাস্থ্য সেবায় উন্নয়নের রোল মডেল সরকার স্বাস্থ্য সেবা জনগনের দোড়গোড়ায় পৌছে দিয়েছে বলেও বলেন তিনি। পরে প্রতিমন্ত্রী স্বাস্থ্য কমপ্লেক্সে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবানে পরিত্যক্ত জমিতে ফলদ বাগান উদ্বোধন করেন। ডা. সায়েমূল হুদা বলেন, সাভার উপজেলার প্রায় ১ লক্ষরও বেশী শিশুকে ভিটামিন এ প্লাস খাওয়ানো হবে।
এসময় সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.সায়েমুল হুদা, সাভার উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ইয়াসমিন আক্তার সুমি, সাভার মডেল থানার ওসি দীপক চন্দ্র সাহাসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
Leave a Reply