শিরোনাম :
ডিমলায় বন্যায় উদ্ধারের নৌকা রেসকিউ বোট, অযত্নে অবহেলায় অচল হয়ে পড়েছে চাটমোহরে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচার ও সংখ্যানুপাতিক (PR) পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা শাখার উদ্যোগে বিশাল গণসমাবেশ অনুষ্ঠিত নীলফামারীতে ভিসা প্রতারক চক্রের সক্রিয় নারী সদস্য গ্রেফতার ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া থানা পুলিশ কতৃক(১৫)-পনের)কেজি গাঁজা সহ মাদক কারবারী গ্রেফতার। কিডনি দুটোই নষ্ট, মুর্শিদা বাঁচতে চায়। সাংবাদিকতা দলবাজির জন্য নয়, সত্যের পক্ষে — প্রকৃত সাংবাদিক হবেন দেশ ও জনতার কণ্ঠস্বর চুয়াডাঙ্গায় নতুন পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস মিরপুর দুয়ারিপাড়ায় সাংবাদিক এস. এম. রফিককে প্রাণনাশের হুমকি: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C) এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনা: লোকাল বাসের সাথে পাখি ভ্যানের সংঘর্ষে আহত ২ জন

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩
  • ১৭৩ বার পঠিত

মোঃ লুৎফর রহমান লিটন সিরাজগঞ্জ বিষেশ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জে স্ত্রী হত্যায় স্বামী গ্রেপ্তার সিরাজগঞ্জের উল্লাপাড়ায় স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি স্বামী হাসান আলীকে গ্রেপ্তার করেছে উল্লাপাড়া মডেল থানা-পুলিশ। ঘটনার ৫ দিন পর বুধবার(২৩ আগস্ট) সন্ধ্যায় তাঁকে সিরাজগঞ্জ শহরের এসএস রোডস্থ বড়পুলের পশ্চিম মাথার দক্ষিণ পাশে অবস্থিত অগ্রণী ব্যাংকের সামনে থেকে গ্রেপ্তার করা হয়। বুধবার রাতে উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম প্রেস ব্রিফিং এর মাধ্যমে গণমাধ্যম কর্মীদের কাছে এ তথ্য নিশ্চিত করেন। হাসান আলী উল্লাপাড়া উপজেলার হেমন্তবাড়ী গ্রামের বস্তা ব্যবসায়ী জলিল মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, তথ্য প্রযুক্তির মাধ্যমে উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দিক নির্দেশনায় উপ-পরিদর্শক আব্দুস সালামের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে সিরাজগঞ্জ থেকে মামলার প্রধান আসামি হাসান আলীকে গ্রেপ্তার করে। তার দেওয়া তথ্য অনুযায়ী বাড়ীর পাশের ধান ক্ষেত থেকে হত্যায় ব্যবহৃত একটি ছুরিও উদ্ধার করে পুলিশ।

উল্লাপাড়া মডেল থানার ওসি নজরুল ইসলাম বলেন, থানার হেমন্তবাড়ী এলাকায় ১৭ আগস্ট পারিবারিক কলহের জেরে গৃহবধু খাদিজা খাতুন হত্যা হয়। এতে নিহতের সহোদর ভাই আব্দুল মজিদ বাদী হয়ে থানায় স্বামী হাসান আলীসহ ৭ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করে। মামলা হওয়ার পর থেকেই প্রকৃত রহস্য উদঘাটন ও আসামিদের গ্রেপ্তারের জন্য কাজ করছে পুলিশ।

এই পুলিশ কর্মকর্তা আরও বলেন, ঘটনার পর থেকেই স্বামীসহ অন্য আসামিরা পলাতক রয়েছে। বুধবার তথ্য প্রযুক্তির মাধ্যমে স্বামী হাসান আলীকে গ্রেপ্তার করা হয়। ইতিমধ্যে আসামি হাসান পুলিশের কাছে স্ত্রী হত্যার ঘটনা স্বীকার করেছে বলে জানান এই কর্মকর্তা

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com