
সুন্দরগঞ্জে সাংবাদিককে হত্যার চেষ্টা: আহত-৩
মোঃ সোহেল রানা
গাইবান্ধার সুন্দরগঞ্জে সাংবাদিক আবু বক্কর সিদ্দিককে পূর্ব- পরিকল্পিতভাবে হত্যার চেষ্টাকালে আহত হয়েছেন নারী সাংবাদিকসহ ৩ জন। নির্ভীক সাংবাদিক আবু বক্কর সিদ্দিক ঢাকা প্রেস ক্লাব’র সাংগঠনিক সম্পাদক ও প্রেস ক্লাব, সুন্দরগঞ্জ’র প্রতিষ্ঠাতা ও সভাপতি। প্রত্যক্ষদর্শীরা জানান, গত ৩০ জুলাই সন্ধ্যা পৌণে ৭টায় উপজেলা পরিষদ কমপ্লেক্স ও পুকুরের বিপরীত পার্শ্বে কলেজ মোড়গামী পাকা রাস্তা সংলগ্ন নির্মাণাধীন ঘরের ২ দেয়ালের ফাকে পরিত্যাক্ত জায়গায় প্রস্রাব করতে বসেন সাংবাদিক আবু বক্কর সিদ্দিক। এসময় পিঁছনে সজোরে গুড়ি দিয়ে মাটিতে উপর করে ফেলে সাংবাদিকের পিঠ ও ২ পায়ের উপর দাড়িয়ে ধারালো অস্ত্রে হত্যা করার জন্য উদ্যোত হয় ২ দুর্বৃত্ত। জানতে পেয়ে পাশের হরিশ চন্দ্র মহন্তের চায়ের দোকান থেকে ছুটে এসে জীবন বাজী রেখে নারী সাংবাদিক আক্তারবানু ইতি ও সাংবাদিক নাঈম ইসলাম আবু বক্কর সিদ্দিককে রক্ষা করেন। এসময় দুর্বৃত্তদের হাতে আহত হন ঐ নারী সাংবাদিকসহ ৩ জনই। দুর্বৃত্তরা অসৎ উদ্দেশ্যে মারাত্মকভাবে নারী সাংবাদিকের শ্লীলতাহানী ঘটায় ও নাঈম ইসলামের হাত থেকে মোবাইলফোন ছিনিয়ে নিয়ে ধারণকৃত ভিডিও চিত্র মুছে দেয়। এরপর মোবাইলফোনে তাদের অন্যান্য সহযোগীকে ঘটনাস্থলে ডাকতে থাকে একাধিক নাশকতা মামলার আসামী দুর্বৃত্ত শামীম পারভেজ (৩০) ও তার সহযোগী আঞ্জু। পরে পুলিশের সহায়তায় ঘটনাস্থল থেকে নিরাপদে ফিরে যাবার সময় আহত ৩ সাংবাদিককে দুর্বৃত্তরা প্রকাশ্যে নানান হুমকী দেয়। এরআগে গত ২৪ জুলাই রাত সোয়া ৮টায় প্রথমে মোবাইল ফোনে ও পরে উপজেলা পরিষদ কমপ্লেক্সের বিপরীত পাশের এক কনফেকশনারীতে দেখে সাংবাদিক আবু বক্কর সিদ্দিককে প্রকাশ্যে হুমকী-ধামকী ও গালমন্দ করে এই একাধিক নাশকতা মামলার আসামী। নারী সাংবাদিক আক্তারবানু ইতি প্রেস ক্লাব’র দপ্তর, নারী ও শিশু বিষয়ক সম্পাদক ও দৈনিক চিত্র/ মধুমতি পত্রিকার গাইবান্ধা জেলা প্রতিনিধি, নাঈম ইসলাম দেশের পত্রের প্রতিনিধি।
সংবাদের কারিগর ও নির্ভীক কলম সৈনিক আবু বক্কর সিদ্দিককে পরিকল্পিত হত্যার চেষ্টাকালে ৩ সাংবাদিককে আহত করার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জ্ঞাপন করে অবিলম্বে দোষীদের গ্রেপ্তারের দাবী জানিয়েছেন- প্রেস ক্লাব’র বিভিন্ন পদস্থ কর্তা ও সদস্যদের মধ্যে আনোয়ার হোসেন (দৈনিক দিনের আলো/মানবাধিকার খবর), ইউনুস আলী সরকার (দৈনিক বাংলার ডাক), নুর আলম মিয়া (দৈনিক মাতৃভূমির খবর/চ্যানেল-২১), নুরে-শাহী আলম (দৈনিক সাহস/স্বাধীন দেশ), মনীষ সরকার রানা (ডেইলী বাংলাদেশ টু ডে/সৃষ্টি টিভি), নাজমুল হোসাইন আকন্দ সবুজ (দৈনিক চৌকস/৭১ বাংলা টিভি), মানিক চন্দ্র বর্মন (দৈনিক উত্তর কোণ), দছিজল হক আনিস (সহ: সম্পাদক- দৈনিক জনবাণী), আবু বকর ছিদ্দিক (গাইবান্ধার বুকে), সুমন মিয়া (ডিবি নিউজ), জাহাঙ্গীর আলম (সা: পলাশবাড়ী), ফিরোজ কবির (সা: অভিযোগ, নূর আলম সিদ্দিকী (অপরাধ তথ্যচিত্র), মাশিপ-উল ইসলাম (বার্তা সম্পাদক- ডাকি নিউজ) প্রমূখ।
এছাড়া, বিভিন্ন সংগঠনভুক্ত গণমাধ্যমের প্রতিনিধি, রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধিসহ সচেতন মহল ৩ সাংবাদিকের উপর এ দুর্বৃত্তায়নের তীব্র নিন্দা, প্রতিবাদসহ দোষীদের গ্রেপ্তার পূর্বক আইনের আওতায় আনার দাবীতে একাত্মতা জানিয়েছেন।
Leave a Reply