
ওয়ারেছ আহাম্মেদ ভূঁইয়া সিনিয়র স্টাফ রিপোর্টারঃ
চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার ৩ নম্বর সুবিদপুর পূর্ব ইউনিয়নের সুবিদপুর সোসাইটির কার্যক্রমে নতুন এক উজ্জ্বল অধ্যায়ের সূচনা হয়েছে। সুবিদপুরের গর্বিত সন্তান, বিশিষ্ট ব্যবসায়ী, শিক্ষানুরাগী ও রমো গ্রুপের চেয়ারম্যান জনাব মোহাম্মদ মহসিন পন্ডিত সুবিদপুর সোসাইটির প্রধান উপদেষ্টা হিসেবে সম্মতি প্রদান করেছেন। এছাড়া, সুবিদপুরের আরেক কৃতি সন্তান, সারিনা আলম কনস্ট্রাকশন লিমিটেড ও এসকে ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব সামছুল আলম সুমন পাটোয়ারী উপদেষ্টা হিসেবে সম্মতি প্রকাশ করেছেন।
উক্ত সম্মাননা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মোস্তফা কামাল যাত্রা, সভাপতি আমির চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি ফিরোজ আলম, সাধারণ সম্পাদক এম. সৌরভআহমেদ, সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান, প্রচার সম্পাদক মাহবুব উসমানী, ৫নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক আওলাদ হোসেন এবং কোষাধ্যক্ষ জাহাঙ্গীর আলম ও আবদুর রাজ্জাক রাজু।
অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা জনাব মোহাম্মদ মহসিন পন্ডিত দুটি গুরুত্বপূর্ণ প্রকল্পের জন্য বরাদ্দ নিশ্চিত করেছেন। অন্যদিকে, উপদেষ্টা জনাব সামছুল আলম সুমন পাটোয়ারী একটি প্রকল্পের জন্য দুই ধরনের বরাদ্দের ঘোষণা দিয়েছেন। এই সহায়তা সুবিদপুর সোসাইটির উদ্দেশ্য বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
অনুষ্ঠান শেষে, জনাব সামছুল আলম সুমন পাটোয়ারীর সহধর্মিণী অতিথিদের জন্য নিজের হাতে তৈরি সুস্বাদু রাতের খাবার পরিবেশন করেন এবং ভবিষ্যতে গ্রামের যেকোনো সামাজিক আয়োজনে অংশগ্রহণের প্রত্যয় ব্যক্ত করেন।
সুবিদপুর সোসাইটির মূল স্লোগান: “দল মত বংশ যার যার, সুবিদপুর গ্রামটি সবার।”
সংগঠনটি সুবিদপুরের প্রতিটি মানুষকে ঐক্যবদ্ধ করে সামাজিক উন্নয়নে নিয়োজিত করতে দৃঢ়প্রতিজ্ঞ।
 
                                                
Leave a Reply