
ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে বিদ্যুৎস্পৃষ্টে বৈশাখি খাতুন (২৩) নামে এক যুবতীর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার ভবানীপুর গ্রামে এ ঘটনা ঘটে। পরে স্বজনরা উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। তিনি একই গ্রামের বাবুল মালিতার মেয়ে।
স্বজনরা জানায়, দুপুরে নিজ ঘরে বৈদ্যতিক সুইচ দিতে গিয়ে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে তাকে হাসপাতালে নেওয়া হয়।
চিকিৎসক রাব্বিকুল আলম জানান, বিদ্যুৎস্পৃষ্টে রক্তশূন্য হয়ে হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়েছে।
ওসি সাইফুল ইসলাম জানান, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।
Leave a Reply