
নিজস্ব প্রতিবেদকঃ আমেনা মান্নান ফাউন্ডেশন (ফরদাবাদ, বাঞ্ছারামপুর, ব্রাহ্মণবাড়ীয়া) এর পক্ষ থেকে অন্যান্য বছরের মতো এই বছরেও ড: রওশন আলম কলেজের ৬ জন শিক্ষার্থীকে এইচএসসির ফর্ম ফিলাপ বাবদ মেধাবী/ দরিদ্র কোঠায় আর্থিক অনুদান দেয়া হয়। আজ (১৯/০৭/২০২৩) তারিখে কলেজ প্রাঙ্গনে কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে শিক্ষার্থীদেরকে আর্থিক অনুদান ও আমেনা মান্নান ফাউন্ডেশন সন্মান সূচক সনদ প্রদান করা হয়। আমেনা মান্নান ফাউন্ডেশনের অন্যতম কর্ণধার অধ্যাপক ডঃ মোহাম্মদ ইউসুফ মিঞা সংক্ষিপ্ত আলোচনায় বলেন বাবা মায়ের নামে গড়া এই ফাউন্ডেশন থেকে অন্যান্য বছরের মতো এবার ও ধারাবাকিকভাবে আর্থিক অনুদান দিতে পেরে আনন্দিত। যারা এই অনুদান পেয়েছে তাদেরকে অভিনন্দন জানাই। শিক্ষার্থীরা মনোযোগ দিয়ে পড়াশোনা করে ভালো রেজাল্ট করে দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়, মেডিকেল ও ইন্জিনিয়ারিং পড়ার সুযোগ তৈরী করবে ও মানবিক অমায়িক মনের মানুষ হবে আশাবাদ ব্যাক্ত করেন।
তিনি বলেন এলাকায় বিভিন্ন মাদ্রাসার এতিমখানায় প্রতিবছরই অনুদান দিয়ে আসছে এই ফাউন্ডেশন। তিনি মরহুম বাবা মায়ের জন্য সবার কাছে দোয়া কামনা করেন। এই দানের যেনো ধারাবাহিকতা বজায় থাকে এবং আমেনা মান্নান ফাউন্ডেশন কে আল্লাহ যেনো কবুল করেন সেই জন্য সকলের কাছে দোয়া কামনা করেন।
এ সময় কলেজের অন্যান্য অধ্যাপকের মধ্যে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ মহসিন মোল্লা, মো: সফিকুল ইসলাম, জনাব মো: ফেরদৌস হোসেন, জনাবা সেলিনা আক্তার ও কলেজের অন্যান্য অধ্যাপকবৃন্দ।আরো উপস্থিত ছিলেন অভিভাবক সদস্য জনাব মোনায়েম ও কলেজের ছাত্র ছাত্রী, কর্মকর্তা ও কর্মচারীগন। সবশেষে অধ্যক্ষ সাহেব
আমেনা মান্নান ফাউন্ডেশনের কর্নধারদের ধন্যবাদ জানিয়ে সভা সমাপ্তি ঘোষণা করেন।
Leave a Reply