বিশ্বজিৎ চক্রবর্তী
টাঙ্গাইল জেলা প্রতিনিধি :
গত মঙ্গলবার টাঙ্গাইল সদরের বরুহার হোসনে আরা হাসান বালিকা উচ্চ বিদ্যালয়ে ছায়ানীড় পরিচালিত ‘সর্বস্তরে বাংলা ভাষা : শুদ্ধ বানানে শুদ্ধ উচ্চারণে’ শীর্ষক কর্মশালা ও হোসনে আরা হাসান মুক্ত পাঠাগার উদ্বোধন করা হয়। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন সুচিকিৎসক, লেখক, শিক্ষানুরাগী ও সমাজসেবক রোটারিয়ান অধ্যাপক ডা. রতন চন্দ্র সাহা। প্রধান শিক্ষক মো. নাজিম উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন লেখক প্রকৌশলী মো. রুহুল আমীন, দৈনিক ইন্তিজার পত্রিকার সম্পাদক মো. আব্দুল হাই। কর্মশালার মূল আলোচক অধ্যাপক মো. লুৎফর রহমান প্রমিত বাংলা বানান ও উচ্চারণ বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। প্রকাশনা বিভাগের পরিচালক তারুণ্য তাওহীদের সঞ্চালনায় কর্মশালায় ১০০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। কর্মশালা শেষে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পুত্র রাশেদ হাসানের সৌজন্যে ‘হোসনে আরা হাসান মুক্ত পাঠাগার’ উদ্বোধন করা হয়। কর্মশালা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং মূল আলোচক তাঁদের বক্তব্যে প্রমিত বাংলা বানান ও উচ্চারণ বিষয়ে শিক্ষার্থীদের অনুপ্রেরণা দেন।
Leave a Reply