শাহিনুল ইসলাম লিটনঃ
কুড়িগ্রামের উলিপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রনজিত চন্দ্র (৫০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২০ অক্টোবর) উলিপুর উপজেলার ধরণীবাড়ী ইউনিয়নের মধুপুর এলাকায় ঘটনাটি ঘটে ।
নিহতের স্বজন ও এলাকাবাসী সূত্রে জানা যায়, রনজিত চন্দ্র উলিপুর উপজেলার ধরণীবাড়ী ইউনিয়নের মধুপুর এলাকার ভবানি কান্তের ছেলে। শুক্রবার দুপুরে নিজ পুকুরে সেচ পাম্প দিয়ে পানি দেয়ার উদ্দেশ্যে বৈদ্যুতিক ক্যাবল সংযোগ দিতে গেলে ক্যাবলটি পুকুরের পানিতে পড়ে যায়। পরে অসাবধানতাবশত পুকুরে নামলে বিদ্যুৎস্পৃষ্টে গুরুত্বর আহত হন। এসময় স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত রনজিত চন্দ্র তিন সন্তানের জনক।
উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাঃ মরিয়ম বিনতে হাসান জানান, হাসপাতালে নেয়ার পূর্বেই তার মৃত্যু হয়।
Leave a Reply