উৎসব মুখর পরিবেশে সম্পন্ন হলো, ভূজপুর বৌদ্ধা পরিষদের প্রভাতী ধর্মীয় বৃত্তি পরীক্ষা
মোঃ রুবেল স্টাফ রিপোর্টার
ভূজপুর বৌদ্ধ পরিষদ প্রভাতী ধর্মীয় শিক্ষা নিকেতন ও শিক্ষা বৃত্তি তহবিল পরিচালনা উপ-পরিষদ এর আয়োজনে ৩য় বারের মত বার্ষিক ধর্মীয় বৃত্তি পরিক্ষা ২৭ জানুয়ারি (শনিবার) ৩টি কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হয়েছে।
উক্ত বৌদ্ধ ধর্মীয় বৃত্তি পরীক্ষায় আটটি বৌদ্ধ বিহারে প্রায় ২৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে বলে জানান।ধর্মের প্রতি ভালোবাসা, ছোট ছোট ছেলে মেয়েদের ধর্মীয় জ্ঞান অর্জন করার লক্ষে এমন কার্যক্রম শুরু করেছেন সংগঠনগুলো।
উক্ত কেন্দ্র গুলো বিভক্তের মাধ্যমে ভূজপুর বৌদ্ধ পরিষদের সম্মানিত সভাপতি লায়ন রনজিত বড়ুয়া’র নেতৃত্বে
শোভনছড়ি বৌদ্ধ বিহার কেন্দ্র, ভিক্ষু এইচ. সুগতপ্রিয় পালি টোল কেন্দ্র ও ভূজপুর গার্লস্ স্কুল এন্ড কলেজ কেন্দ্র পরিদর্শন করেন ভূজপুর বৌদ্ধ পরিষদের উপদেষ্টা ও উদ্যোক্তা – শিক্ষক বীরসিন্ধু বড়ুয়া, উপদেষ্টা ও উদ্যোক্তা বাবু পরিতোষ বড়ুয়া, সিনিয়র সহ- সভাপতি – পরিমল বড়ুয়া, সহ সভাপতি – লায়ন সুকান্ত বড়ুয়া , সাধারণ সম্পাদক – বাবু সজল বড়ুয়া, যুগ্ম সম্পাদক -বাবু পবিত্র বড়ুয়া, অর্থ সম্পাদক – বিটু বড়ুয়া, সহ অর্থ সম্পাদক – বাবু জীবন বড়ুয়া, প্রচার সম্পাদক – বাবু দয়াদন বড়ুয়া, সাবেক সহ সভাপতি – বাবু বিজন বড়ুয়া ,সাবেক উদ্যোক্তা ও সদস্য বাবু নন্দন বড়ুয়া , সিংহরিয়া বোধিনিকেতন বিহার পরিচালনা কমিটির সম্মানিত সাধারণ সম্পাদক বাবু বাপ্পা বড়ুয়া উক্ত পরিক্ষা কেন্দ্রে সমূহ সার্বিক তত্বাবধানে ছিলেন ভূজপুর বৌদ্ধ পরিষদ প্রভাতী ধমীয় শিক্ষা নিকেতন ও শিক্ষা বৃত্তি তহবিল পরিচালনা উপ- পরিয়দ’র সম্মানিত সভাপতি – বাবু রিপন বড়ুয়া, সাধারণ সম্পাদক – বাবু শুভ বড়ুয়া ও পরিক্ষা নিয়ন্ত্রক- বাবু সোহেল বড়ুয়া
এছাড়া ও পরিদর্শন করেন উত্তর ফটিকছড়ি ভূজপুর আঞ্চলিক ভিক্ষু সমিতি’র সম্মানিত মহাসচিব
ভদন্ত বিজয়ানন্দ স্থবির, সহসভাপতি ভদন্ত লোকশ্রী স্থবির, ভদন্ত অমৃতানন্দ ভিক্ষু,ভদন্ত বোধিশ্রী ভিক্ষু, ভদন্ত সত্যনন্দ ভিক্ষু, ভদন্ত সুমনপ্রিয় ভিক্ষু,ভদন্ত বুদ্ধনন্দ ভিক্ষু প্রমূখ।
Leave a Reply