শিরোনাম :
চুয়াডাঙ্গায় নতুন পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস মিরপুর দুয়ারিপাড়ায় সাংবাদিক এস. এম. রফিককে প্রাণনাশের হুমকি: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C) এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনা: লোকাল বাসের সাথে পাখি ভ্যানের সংঘর্ষে আহত ২ জন গলাচিপায় শারদীয় দুর্গোৎসবের প্রতিমা নির্মাণে ব্যস্ত শিল্পীরা কালীগঞ্জে চুরি করে বেশি দামে সার বিক্রি করার অভিযোগে জরিমানা রূপনগর হাই স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক উৎসব শিক্ষার্থীদের সৃজনশীল বিকাশে খেলাধুলা অপরিহার্য – আমিনুল হক ছড়াকার সুকুমার রায়ের প্রয়াণ দিবস উপলক্ষে টাঙ্গাইলে আবৃত্তি সন্ধ্যা অনুষ্ঠিত ঘুষ ও দালাল চক্রের ভিডিও ধারণের সময় সংবাদকর্মীর মোবাইল ছিনিয়ে নিলেন উপ-সহকারী ভূমি কর্মকর্তা প্রেস বিজ্ঞপ্তি ৪০ বছর পর জামায়াত নেতার হাতধরে ১০ হাজার মানুষের ভোগান্তির অবসানের বার্তা।

এমপি হয়ে জনগণের সেবক হতে চান ব্যারিস্টার সুব্রত কুমার কুন্ড

মুজাহিদ হোসেন ; স্টাফ রিপোর্টার ;
  • আপডেট টাইম : শুক্রবার, ২০ অক্টোবর, ২০২৩
  • ২০১ বার পঠিত

এমপি হয়ে জনগণের সেবক হতে চান ব্যারিস্টার সুব্রত কুমার কুন্ড

মুজাহিদ হোসেন ;
স্টাফ রিপোর্টার ;

নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের জন্য আওয়ামীলীগের মনোনয়ন পেয়ে নৌকা প্রতীকে নির্বাচন করে বিজয়ী হয়ে জনসেবা করতে চান ব্যারিস্টার সুব্রত কুমার কুন্ডু। বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় আইন বিষয়ক উপ-কমিটির সদস্য এবং বাংলাদেশ সুপ্রীম কোর্টের আপীল ও হাইকোর্ট বিভাগের আইনজীবি ব্যারিস্টার সুব্রত কুমার কুন্ডু শুক্রবার দুপুরে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলন ও মতবিনিময় সভায় তার পরিকল্পনা ও এমপি পদে নির্বাচন করার আগ্রহ ব্যক্ত করেন। বড়াইগ্রামের মৌখাড়ার একটি চাইনিজ রেস্টুরেন্টে দুই উপজেলার বিভিন্ন প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি আওয়ামীলীগ সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরে এবং স্মার্ট বড়াইগ্রাম-গুরুদাসপুর উপজেলা গড়ার প্রত্যয় ব্যক্ত করে নিজেকে আ’লীগের মনোনয়ন প্রত্যাশী হিসেবে উপস্থাপন করেন।
সংবাদ সম্মেলন ও মতবিনিময় সভায় ব্যরিস্টার সুব্রত আওয়ামীলীগ রাজনৈতিক অঙ্গনে তার নেতৃত্ব, অবস্থান ও কর্মকান্ড তুলে ধরে বলেন, আমি জনগণের সেবক ও জনগণের কন্ঠস্বর হতে চাই। নাটোর-৪ আসনের আ’লীগের অভ্যন্তরণীর বিভাজনের সাথে আমার কোন সম্পৃক্ততা কেউ খুঁজে পাবে না। পরিচ্ছন্ন একজন প্রার্থী হিসেবে এই অঞ্চলে আমার গ্রহণযোগ্যতা অন্যদের চাইতে অনেক বেশী শক্তিশালী। আমি মনোনয়ন চাইবো। আমি বিশ^াস করি দলের সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মনোনয়ন বোর্ড আমাকে মনোনয়ন দিবেন। কারণ স্মার্ট প্রশাসন ও স্মার্ট বাংলাদেশ গড়তে প্রয়োজন স্মার্ট নেতৃত্ব। তরুণরা তাদের স্মার্ট নেতৃত্ব প্রদানের মধ্য দিয়ে আগামীর আওয়ামীলীগকে যোগ্য স্থায়িত্বে রূপ দিতে সক্ষম হবে। তাই দ্বাদশ জাতীয় নির্বাচনে স্মার্ট, যোগ্য ও তরুণ এমপি পদপ্রার্থীকেই মনোনয়ন দেওয়া ছাড়া বিকল্প আর কিছু নাই সংবাদ সম্মেলন ও মতবিনিময় সভায় অন্যদের মধ্যে গুরুদাসপুর উপজেলা আ’লীগের দপ্তর সম্পাদক প্রভাষক সেবক কুমার কুন্ডু, মুক্তিযুদ্ধ গণহত্যা পরিষদের সদস্য সচিব আব্দুর রাজ্জাক, প্রবীণ আ’লীগ নেতা এছারদ্দিন আহমেদ ও আব্দুল গাফফার উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com