
জানে হৃদয়,স্টাফ রিপোর্টারঃ মা ইলিশ রক্ষায় গভীর সমুদ্রে ৬৫ দিনের মাছ ধরার উপর নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। এসময়ের মধ্যে সরকারিভাবে জেলেদের নানা প্রণোদনা দিলেও বেশীর ভাগ জেলে এবং এই পেশার সাথে জড়িত শ্রমিকেরা পাচ্ছেনা কোন সহযোগিতা। এসব দাবির প্রেক্ষিতে মৎস্য শ্রমিকেরা ঘেরাও করেছে মৎস্য ভবন। যাদের মধ্যে বেশিরভাগ ছিলো নারী শ্রমিক।
কক্সবাজার লোড-আনলোড মৎস্য শ্রমিক ইউনিয়নের সভাপতি আসাদুল হক বলছেন, সরকার চাইলে মৎস্য কাজের সাথে জড়িত সবাইকে প্রণোদনার আওতায় আনতে পারে। এছাড়াও নারী শ্রমিকদের বিকল্প কর্মসংস্থানের দাবি জানান এই শ্রমিক নেতা।
এদিকে সদর উপজেলা মৎস্য কর্মকর্তা তারাপদ চোহান বলেন, সরকারকে অবগত করে এই শ্রমিকদের কিভাবে সহযোগিতার আওতায় আনা যায় সেটি বিবেচনা করার আশ্বাস তার।
কক্সবাজারের মৎস অবতরন কেন্দ্র নির্ভর নারী শ্রমিক আছে ৬শ এবং পুরুষ শ্রমিক ৪ শ জন। নিষেধাজ্ঞার কবলে পড়া এসব শ্রমিকেরা পড়েছে বিপাকে।
Leave a Reply