শিরোনাম :
মাদারীপুরে এনসিপি নেতার অশ্লীল ভিডিও ভাইরাল, সোশ্যাল মিডিয়া নিন্দার ঝড় বাকৃবি শিক্ষার্থীদের রেলপথ অবরোধ, ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল বন্ধ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে র‌্যাব-১৪, এর অভিযান পরিচালনা করে ১৯ জন দালাল চক্র গ্রেফতার। আগামী ফেব্রুয়ারির নির্বাচনে অবাধ ভোটাধিকার নিশ্চিত করবে জনগণের সরকার: আমিনুল হক রাঙ্গাবালীতে গরু চুরি করতে গিয়ে আটক ৫ উত্তরা ইপিজেডে শ্রমিক অসন্তোষে রক্তক্ষয়ী সংঘর্ষ: নিহত ১, আহত অন্তত ২০ কুড়িগ্রামের সাবেক ডিসি সুলতানা পারভীন কারাগারে কালীগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা দলের কাছে বিচার চাইলেন হামলায় আহত দুর্গাপুরের বিএনপি নেতা দুর্গাপুরে গাঁজা ও ইয়াবাসহ ৩ জন গ্রেফতার

কালীগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৭ বার পঠিত

মোঃ পারভেজ কালীগঞ্জ ঝিনাইদহ

ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য শোভযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেল সাড়ে ৪ টায় শহরের ভূষণ স্কুল সড়ক থেকে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজের নেতৃত্বে একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জনতা ব্যাংক মোড়ে এসে শেষ হয়।

এর আগে দুপুর থেকে ঝিনাইদহ-৪ সংসদীয় আসনের ১৪টি ইউনিয়ন ও পৌরসভার ৯টি ওয়ার্ডের নেতাকর্মীরা মিছিল সহকারে শহরের সরকারি নলডাঙ্গা ভূষণ হাইস্কুল সড়কে আসতে থাকে। এ সময় নজর কাড়ে মহিলা দলের বিপুল সংখ্যক নারীর উপস্থিতি। বাদ্যযন্ত্রের তালে তালে ও নেতাকর্মীদের শ্লোগানে মুখর হয়ে ওঠে পুরো শহর। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মাহাবুবার রহমান, সাবেক যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম সাইদুল, ইলিয়াস রহমান মিঠু, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন, জাবেদ আলী, মোহাম্মদ আলী জিন্নাহসহ যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, মৎস্যজীবী দল, তাঁতীদল, কৃষকদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী মিছিলে অংশ নেয়।

পরে শহরের জনতা ব্যাংক মোড়ে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি সাইফুল ইসলাম ফিরোজ বলেন, নির্বাচন বন্ধ করার জন্য ষড়যন্ত্র চলছে। কোন ষড়যন্ত্র করে বাংলাদেশের নির্বাচন বন্ধ করা যাবে না। যারা নির্বাচন বন্ধের ষড়যন্ত্র করবে তাদেরকে হাসিনার মতো বাংলাদেশ থেকে তারেক রহমানের নেতৃত্বে তাদেরকেও বিতাড়িত করা হবে।

তিনি আরো বলেন, ড. ইউনুস সাহেব আপনি একজন সম্মানীয় ব্যক্তি। জনগণ দীর্ঘ ১৭ বছর ভোটাধিকার প্রয়োগ থেকে বঞ্চিত। আপনি ওয়াদা করেছেন আগামী ফেব্রুয়ারিতে একটা অবাধ ও সুষ্ঠু নির্বাচন দিয়ে ভোটাধিকার প্রয়োগের সুযোগ করে দিবেন। আগামী নির্বাচনে বিএনপিকে ভোট দিয়ে জয়যুক্ত করে তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানিয়ে রাজপথ থেকে ঘরে ফিরে যাবে নেতাকর্মীরা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com