শিরোনাম :
চীনা নাগরিকের ছিনতাই হওয়া টাকা উদ্ধার রূপনগরে নতুন পানির পাম্প উদ্বোধন ডিমলায় কৃষকদের মাঝে আধুনিক কৃষি যন্ত্রপাতি বিতরণ নুরের ওপর হামলার প্রতিবাদে ও জাপা নিষিদ্ধের দাবিতে নীলফামারীতে বিক্ষোভ মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৫ পেলেন সন্দ্বীপে বিজয় টিভির সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় থানায় অভিযোগ। প্রতিটি জেলা থেকে ট্যালেন্ট হান্ট চালু করবে বিএনপি – আমিনুল হক শীর্ষ নেতা নুরু ভাইয়ের উপর পুলিশ-সেনা হামলা: তীব্র নিন্দার ঝড় ঝিনাইদহের নবীন শিল্পী শামীমকে নতুন মোবাইল উপহার দিলেন বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি খান সেলিম রহমান। জাপা-গণঅধিকার পরিষদ সংঘর্ষে ভোরের কাগজের সাংবাদিক মারুফ আহত

ক্রীড়া ও ভাষা শিক্ষাকে বাধ্যতামূলক করতে চায় বিএনপি – আমিনুল হক

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ১১১ বার পঠিত

শফিকুর রহমান

বিএনপি ক্ষমতায় গেলে দেশের প্রতিটি স্কুলে পাঠ্যবইয়ে খেলাধুলাকে বাধ্যতামূলক করা হবে এবং শিক্ষা ব্যবস্থায় আনা হবে আমূল পরিবর্তন—এ কথা জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক।

শনিবার দুপুরে মিরপুর গার্লস আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে পল্লবী ও রূপনগর থানার এসএসসি/সমমান পরীক্ষায় ২০২৫ সালে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে আমিনুল হক তার নিজস্ব ব্যবস্থাপনায় ঢাকা-১৬ এলাকার সকল শিক্ষা প্রতিষ্ঠানের কৃতি শিক্ষার্থীদের মাঝে সনদ, ক্রেস্ট, ডায়েরি ও নগদ অর্থ বিতরণ করেন।

তিনি বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্র কাঠামো মেরামতের যে ৩১ দফা রূপরেখা দিয়েছেন, সেখানে শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তনের কথা বলা হয়েছে। প্রত্যেকটি স্কুলে খেলাধুলাকে বাধ্যতামূলক করা হবে, বাংলা ও ইংরেজির পাশাপাশি তৃতীয় একটি ভাষাও পাঠ্যসূচিতে যুক্ত করা হবে।”

খেলার মাঠ না থাকা স্কুলে অবকাঠামো নির্মাণের কথাও উল্লেখ করে তিনি বলেন, “শারীরিক ও মানসিকভাবে সুস্থ প্রজন্ম গড়তে খেলাধুলার বিকল্প নেই। এজন্য প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে খেলার সুযোগ তৈরি করতে হবে।”

শিক্ষার সার্বজনীনতা নিয়ে আমিনুল হক বলেন, “আমাদের শিক্ষাব্যবস্থা এখনো নিম্নআয়ের মানুষের জন্য সহজলভ্য নয়। বিএনপি ক্ষমতায় গেলে সেই বৈষম্য দূর করে শিক্ষাকে সবার নাগালের মধ্যে নিয়ে আসবে।”

অনুষ্ঠানে তিনি ঘোষণা দেন, পল্লবী-রূপনগর এলাকার চারটি কলেজে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীরা ভর্তি হলে কোনো ভর্তি ফি দিতে হবে না এবং ফল ধরে রাখতে পারলে মাসিক বেতনও মওকুফ করা হবে।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, “নিজের লক্ষ‌্য নির্ধারণ করে কঠোর পরিশ্রম করলে সফলতা আসবেই। সততা ও নিষ্ঠার সঙ্গে এগিয়ে গেলে আল্লাহর রহমত সঙ্গে থাকবে।”

অনুষ্ঠানে মাইলস্টোন স্কুলের বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন এবং বিশেষ দোয়ার আয়োজন করা হয়।

স্বৈরাচার ও শিক্ষার দলীয়করণের সমালোচনা করে আমিনুল হক বলেন, “গত ১৭ বছরে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ ও রাজনৈতিক প্রভাবে নিয়ন্ত্রণ করা হয়েছে। বিএনপি এসব প্রতিষ্ঠানকে স্বাধীনভাবে পরিচালনার পরিবেশ নিশ্চিত করতে চায়।”

তিনি আরও বলেন, “এদেশের মানুষ গত ১৫ বছর ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। আমরা আগামী ফেব্রুয়ারিতে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের অপেক্ষায় রয়েছি, যার মাধ্যমে দেশে জনগণের সরকার প্রতিষ্ঠা পাবে।”

শেষে তিনি বলেন, “আমরা সকলের সহযোগিতায় একটি মানবিক, মাদকমুক্ত ও সুন্দর বাংলাদেশ গড়তে চাই।”

পল্লবী থানা বিএনপি ভারপ্রাপ্ত আহবায়ক কামাল হোসাইন খান, যুগ্ম আহবায়ক ও স্কুলের বিদ্যুৎহিতৈষী সদস্য মোকছেদুর রহমান আবিরের সঞ্চালনায় পল্লবী মাজেদুল ইসলাম মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ শহীদ উল্লাহ সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মীরপুর গার্লস আইডিয়াল কলেজের সভাপতি অধ্যাপক ড. মোঃ রবিউল ইসলাম, মীরপুর গার্লস আইডিয়াল কলেজের হিতৈষী সদস্য ইয়াছিন আলী, অধ্যাপক সালমা আক্তার, মীরপুর গার্লস আইডিয়াল কলেজের অধ্যক্ষ ডক্টর মোস্তারী আহমেদ। উপস্থিত ছিলেন বিএনপি ঢাকা মহানগর উত্তর যুগ্ম আহবায়ক গাজী রেজাউনুল হোসেন রিয়াজ, মাহাবুব আলম মন্টু, ছাত্রদল ঢাকা মহানগর পশ্চিম এর সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন সোহেল, পল্লবী থানা ৩ নং ওয়ার্ড বিএনপি সভাপতি নজরুল ইসলাম নজু প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com