গাইবান্ধা জেলা ব্যুরো প্রধানঃ
গাইবান্ধায় ঈদের দিনে ঘুরতে বেড়িয়ে শতাধিক দূর্ঘটনা।
গাইবান্ধায় ঈদের দিনে ঘুরতে বেড়িয়ে শতাধিক দূর্ঘটনার ঘটনা ঘটেছে। মোটরসাইকেল নিয়ে ঘুরতে গিয়ে উঠতি বয়সের কিশোররা এসব দূর্ঘটনার কবলে পড়ে। দূর্ঘটনা থেকে বাদ যায়নি শিশু, বৃদ্ধ ও পথচারীরাও।
রোববার(১০ জুলাই) সন্ধ্যা সাতটার দিকে গাইবান্ধা জেলা হাসপাতালে গিয়ে দেখা যায় এমন চিত্র। হাসপাতালের জুরুরী বিভাগে চিৎকার আর চেচামেচীতে ভারী হয়ে উঠেছে বাতাস। বেপোরোয়া মোটরসাইকেল চালানোর ফলে এসব দূর্ঘটনা ঘটেছে বলে জানান হাসপাতাল কর্তৃপক্ষ।
গাইবান্ধা জেলা হাসপাতালের জুরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সেলিম জানান, ঈদের দিন সকাল থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত শতাধিক সড়ক দুর্ঘটনার রোগী এসেছে। এদের মধ্যে বেশিরভাগই কিশোর। কারো হাত ভেঙ্গেছে কারো পা ভেঙ্গেছে এবং গুরুত্বর আহতদের পাঠানো রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে। বর্তমানে রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছি আমরা। শিশু, বৃদ্ধ, পথচারী কেউ বাদ যাচ্ছেনা এ দুর্ঘটনার হাত থেকে। উঠতি বয়সের যুবকদের হাতে মোটরসাইকেল এর মূল কারন বলে মনে এই চিকিৎসক।
এদিকে ঈদকে সামনে রেখে জেলা পুলিশের বেশ কয়েকটি ইউনিট মাঠে কাজ করার কথা থাকলেও জনবহুল এলাকাগুলোতে পুলিশের উপস্থিতি অনেকটাই কম।
তবে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মাসুদুর রহমান জানান, শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে পুলিশী টহল অব্যাহত রয়েছে।
Leave a Reply