
রানা ইস্কান্দার রহমান গাইবান্ধা জেলা ব্যুরোঃ বোনারপাড়া পুলিশ তদন্ত কেন্দ্র, সাঘাটা থানা, গাইবান্ধা।
বিষয়ঃ ১.৫০ (এক কেজি ৫০০ গ্রাম) শুকনা গাজা উদ্ধার ও ০৩ জন আসামী গ্রেপ্তার করণ প্রসঙ্গে।
০৩। ঘটনার তারিখ ও সময়ঃ ২০/০৬/২০২৩ ইং বিকেল ০২.২০ মিঃ ।
০৪। ঘটনাস্থলঃ গাইবান্ধা জেলার সাঘাটা থানার ভর্নতের ভর্নতের বাজারস্থ জনৈ হায়দার আলীর নির্মানাধীন মার্কেটের ভীতরে উত্তর-পুর্ব দিকের কোনার দোকান ও সাঘাটা থানার নশিরার পাড়া গ্রামস্থ পলাতক আসামী আলমগীর এর টিনের বসতবাড়ী।
বোনারপাড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ রাকিব হোসেন এর নেতৃত্বে এস আই মোঃ নাসির উদ্দিন ও সঙ্গীয় ফোর্স সহ মাদক বিরোধী অভিযান পরিচালনা করাকালে গাজা ব্যবসায়ীর সহিত বোনারপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্য গাজা ক্রেতা পরিচয় প্রদান করিয়া যোগাযোগের এক পর্যায়ে অদ্য ইং ২০/০৬/২০২৩ ইং দুপুর ০১.৪০ মিঃ গাইবান্ধা জেলার সাঘাটা থানার ভর্নতের ভররন্তের বাজারস্থ জনৈক হায়দার আলীর নির্মানাধীন মার্কেটের ভীতরে উত্তর-পুর্ব দিকের কোনার দোকানে গাজা সরবরাহ করিবার সময়ে আসামী ০১. মোঃ একলাছ উদ্দিন (৩০) পিতাঃ মোঃ শফিকুল ইসলাম সাং- পাছ গড়্গড়িয়া ০২। মোঃ মিষ্টার (৩০) পিতাঃ মোঃ ইসমাইল সাং- উত্তর কামালের পাড়া ০৩। মোঃ মাসুদ রানা (৪০) পিতাঃ মৃত মোন্তাজুর রহমান সাং- পাছ গড়্গড়িয়া থানাঃ সাঘাটা জেলাঃ গাইবান্ধা ০১ (এক কেজি) গাজা সহ আটক করা হয়। আসামীরা কাহার নিকট হইতে ক্রয় করিয়াছে জিজ্ঞাসাবাদে জানায় তাহারা সাঘাটা থানার নশিরার পাড়া গ্রামস্থ পলাতক আসামী আলমগীর এর নিকট হইতে গাজা গুলি ক্রয় করিয়াছে। অতঃপর সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ পলাতক আসামী ০৪। মোঃ আলমগীর (৩৭) পিতাঃ মৃত ফজল সাং- নশিরার পাড়া থানাঃ সাঘাটা জেলাঃ গাইবান্ধা এর টিনের বসতবাড়ীতে উপস্থিত হইয়া সাক্ষীদের সামনে টিনের ঘর তল্লাশি করিয়া তাহার টিনের ঘরের স্টিলের শোকেসের মধ্যে ০১টি পলিথিনের মধ্যে রাখা ৫০০ গ্রাম গাজা ইং ২০/০৬/২০২৩ ইং দুপুর ০২.০৫ মিঃ উদ্ধার করা হয়।
০৬। উদ্ধারকৃত আলামতের বর্ননাঃ ০১। ১.৫০ (দেড় কেজি) শুকনা গাজা ।
০৭। গ্রেপ্তারকৃত আসামীদের নাম ও ঠিকানাঃ ০১. মোঃ একলাছ উদ্দিন (৩০) পিতাঃ মোঃ শফিকুল ইসলাম সাং- পাছ গড়্গড়িয়া ০২। মোঃ মিষ্টার (৩০) পিতাঃ মোঃ ইসমাইল সাং- উত্তর কামালের পাড়া ০৩। মোঃ মাসুদ রানা (৪০) পিতাঃ মৃত মোন্তাজুর রহমান সাং- পাছ গড়্গড়িয়া থানাঃ সাঘাটা জেলাঃ গাইবান্ধা।
প্রচলিত মাদক আইনে ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীণ।
গাইবান্ধা জেলা পুলিশ মাদকের বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনা করে যাচ্ছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply