
রানা ইস্কান্দার রহমান গাইবান্ধা জেলা ব্যুরো প্রধান: অদ্য ০৩ আগস্ট ২০২৩ খ্রিঃ গাইবান্ধা জেলা পুলিশের আইন-শৃঙ্খলা সংক্রান্ত বিশেষ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাঃ আবদুল আলীম মাহমুদ, বিপিএম, ডিআইজি, রংপুর রেঞ্জ, বাংলাদেশ পুলিশ, রংপুর মাননীয় ডিআইজি মহোদয় গাইবান্ধা পুলিশ সুপারের কার্যালয়ে উপস্থিত হলে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান গাইবান্ধা জেলার সম্মানিত পুলিশ সুপার মোঃ কামাল হোসেন
এ সময় জেলা পুলিশের একটি চৌকস দল তাঁকে গার্ড অফ অনার প্রদান করেন। গার্ড অফ অনার শেষে ডিআইজি মহোদয় গাইবান্ধা পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে জেলার বিভিন্ন ইউনিটের ইনচার্জগণের সাথে একটি আইন-শৃঙ্খলা সংক্রান্ত বিশেষ মতবিনিময় অংশগ্রহণ করেন। উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন অত্র জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ কামাল হোসেন সম্মানিত ডিআইজি
এ সময় জেলার আইন-শৃঙ্খলা রক্ষার্থে বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন মোঃ ইবনে মিজান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), মোঃ ইব্রাহিম হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), নাআবদুল্লাহ আল-মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল), ধ্রুব জ্যোতির্ময় গোপ বিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার(এ-সার্কেল), উদয় কুমার সাহা, সিনিয়র সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল), শুভ্র দেব, সহকারী পুলিশ সুপার, অফিসার ইনচার্জ (সকল থানা), ওসি ডিবি, টিআই প্রশাসন ও ডিআইও-১, কোর্ট পুলিশ পরিদর্শক, আর আই(পুলিশ লাইন্স), গাইবান্ধাসহ অন্যান্য অফিসার্সবৃন্দ।
Leave a Reply