শিরোনাম :
কসবা–আখাউড়া আসনে বিএনপির হাল ধরলেন মশিউর রহমান কুমিল্লায় ১০-বিজিবির অভিযানে বিদেশী পিস্তল, গুলি ১২ কেজি গাজা উদ্ধার আশুগঞ্জে বিপুল পরিমাণ বিদেশি সিগারেটসহ একজন গ্রেফতার খুশি চরফ্যাশন ও মনপুরা সাধারণ জনগণ গলাচিপায় নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, আত্মহত্যা না রহস্য? ভোলা জেলা ৪টি সংসদীয় আসনে বিএনপির প্রার্থী চূড়ান্ত। বগুড়া-৫ আসনে বিএনপির প্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজ রাজশাহীর ছয়টি আসনের দুটিতে নতুন মুখ, চারটিতে প্রবীন রাজনীতিবিদ কথা-কবিতা-গান-সম্মাননায় সাউন্ডবাংলার অনবদ্য আয়োজন অনুষ্ঠিত আটঘরিয়ায় বিতর্ক প্রতিযোগিতায় পারখিদিরপুর মাধ্যমিক বিদ্যালয় প্রথম

গোদাগাড়ীতে অসদাচরণ ও দুর্নীতির অভিযোগে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা মুজলিয়া এর বিরুদ্ধে বিভাগীয় মামলা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
  • ১৪০ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী গোদাগাড়ীতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা মুজলিয়া খাতুন, সরকারি প্রাথমিক বিদ্যালয় চর নওশেরা বিরুদ্ধে অনিয়ম-দুরনীতির বিভাগীয় তদন্তে মামলা রুজু সরকারী কর্মচারী (শৃংখলা ও আপীল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী।

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা মুজলিয়া খাতুন বিরুদ্ধে আনীত অভিযোগসমূহের তদন্ত প্রতিবেদনে প্রাথমিক সত্যতা পাওয়ার কারণে আপনি “সরকারী কর্মচারী (পুংখলা ও আপীল) বিধিমালা, ২০১৮” এর ও (খ) ধারা অনুযায়ী অসাদাচরণের দায়ে দোষী।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসা রাজশাহী সারক নং৩৮.০১.৮১০০.০০.০০.০০৩.২৪/২০৪৭ ০৪ নভেম্বর ২০২৪ ইং তারিখে অভিযুক্ত হন বিভাগীয় মামলায়।

গোদাগাড়ীর চর নওশেরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা মুজলিয়া খাতুনের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে বিভাগীয় মামলা দায়ের করা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, তিনি বিদ্যালয়ে পাঠদান ও ব্যবস্থাপনায় যথাযথ পরিবেশ সৃষ্টি করতে ব্যর্থ হয়েছেন, একক সিদ্ধান্তে বিদ্যালয় পরিচালনা করেছেন, এবং বিভিন্ন আর্থিক বিষয়ে সঠিক হিসাব রাখেননি।

তার বিরুদ্ধে আরও অভিযোগ রয়েছে যে তিনি অভিভাবকগণ ও বিদ্যালয় সভাপতির সাথে অসৌজন্যমূলক আচরণ করেছেন, টয়লেট মেরামত না করার কারণে শিক্ষার্থীদের দুর্ভোগে ফেলেছেন, এবং পুরানো বই বিক্রি করেছেন।

এসব অভিযোগের ভিত্তিতে তাকে শৃঙ্খলা ও আপীল বিধিমালা অনুযায়ী দোষী সাব্যস্ত করা হয়েছে এবং শাস্তি প্রদানের জন্য ১০ কার্যদিবসের মধ্যে তার আত্মপক্ষ সমর্থনে জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে মুজলিয়া খাতুনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা মুজলিয়া খাতুন বিভাগীয় মামলা রুজুর বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আল মামুন তিনি বলেন, এ বিষয়ে বিভাগীয় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com