শিরোনাম :
যশোরে সিআইডি সদস্যদের ওপর হামলা ছাত্রলীগ নেতা তুষার ও তার বাহিনীর বিরুদ্ধে মাদক ব্যবসা ও প্রকাশ্যে হামলার অভিযোগ কালীগঞ্জে চুরি করে বেশি দামে অন্যত্র সার বিক্রি, জরিমানা ৩নং সুবিদপুর পূর্ব ইউনিয়নের ৫ ও ৬নং ওয়ার্ড বিএনপির নবগঠিত কমিটি ঘোষণা নানান আয়োজনে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন কক্সবাজারে তরুণ সাংবাদিক নুরুল আমিনের ঝুলন্ত লাশ উদ্ধার,বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)–এর পক্ষ থেকে মৃত্যু রহস্য উন্মোচন করে দোষীদের আইনের আওতায় আনার দাবি। নওগাঁ-১ আসনে ইসলামি আন্দোলনের সদস্য-কর্মী সম্মেলন অনুষ্ঠিত গলাচিপায় আদালত ভবন থাকলেও দেওয়ানী মামলা চলছে পটুয়াখালীতে বহিষ্কৃত এসআই মাহবুব হাসান ২ দিনের রিমান্ডে ঢাকার উত্তরায় খাল পরিষ্কার অভিযান গলাচিপায় রাস্তার অর্ধসমাপ্ত কাজের জটিলতা: ঠিকাদারের উদাসীনতায় জনদুর্ভোগ চরমে

জন্মদিন শুভেচ্ছা,,,,,,,

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৪ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৭৭ বার পঠিত

৫ -ই ফেব্রুয়ারি কবি ও সংগঠক আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ মাটির মা নামে পরিচিত মতিয়ারা মুক্তা ‘র জন্মদিন। তার জন্মদিনে দুই বাংলার কবি, সংগঠক ও সাংস্কৃতিক মনা মানুষেরা আয়োজন করে থাকেন মায়ের ঘর নামে জন্মোৎসব। এছাড়া তার বিভিন্ন ধর্মে রয়েছে অজস্র সন্তান তারাও নিজ নিজ উদ্যোগে জন্মোৎসব পালন করে থাকেন এই দিনে।কবি মতিয়ারা মুক্তা মাটির মা ফাউন্ডেশন এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।ভারত বাংলার বিভিন্ন সাহিত্য সামাজিক সংগঠনে সম্পৃক্ত থেকে দেশ ও দশের জন্য কাজ করে যাচ্ছেন তিনি। বিভিন্ন পেশায় রয়েছে তার সন্তানেরা যারা তাকে মা বলে সম্বোধন করেন এবং মায়ের শ্রদ্ধায় তৎপর। মাটির মা মতিয়ারা মুক্তা একাধারে একজন কবি,গীতিকার, সংগঠক ও মানবিক মানুষ। তার মানবিক কাজ তাকে মাটির মা রূপে পরিচয় করিয়েছে সবার মাঝে।স্কুল জীবন থেকেই হয়েছে লক্ষ লক্ষ সন্তানের মা,মাথায় তুলে নিয়েছেন কিছু এতিম অনাথ সন্তানের দায়িত্ব হয়েছেন তাদের মা।সমবয়সী শিক্ষার্থীরাও তাকে সানন্দে মা ডেকে খুঁজে পায় তৃপ্তি। মাটির মা নামটি কবি সংগঠক ও সামাজিক যোগযোগ মাধ্যমে বেশ জনপ্রিয়। মাটির মা ফাউন্ডেশন আয়োজিত মায়ের ঘর অনুষ্ঠান টি অনলাইন অফলাইনে বেশ পরিচিত ও জনপ্রিয়। পাক্ষিক মাসিক ত্রৈমাসিক ও বাৎসরিক বিভিন্ন অনুষ্ঠান করে নবীন প্রবীন কবি সংগঠক ও সামাজিক মানবিক মানুষদের উৎসাহিত করে থাকেন।দিয়ে থাকেন সংবর্ধনা, প্রকাশ করিয়ে দেন বই, এগিয়ে দেন তাদের ভবিষ্যত আলোর দিকে।তার প্রকাশিক বইয়ের সংখ্যা ৭ টি, সম্পাদিত,৩ টি ও যৌথ বইয়ের সংখ্যা ৬০ টির অধিক এবং তার জনপ্রিয় ম্যাগাজিন “মায়ের ঘর “মাটির মা বর্তমানে অনার্স দ্বিতীয় বর্ষ বাংলা বিভাগে টাঙ্গাইল কুমুদিনী সরকারি কলেজ এ অধ্যয়নরত। এ বছর বই মেলায় তার সম্পাদিত একটি ও একক তিনটি বই প্রকাশ হচ্ছে। মাটির মা ফাউন্ডেশন এর কেন্দ্রীয় কার্যালয় শালিয়াবহ ঘাটাইল টাঙ্গাইলে ৮-ম “আন্তর্জাতিক কবি মিলন মেলা কবিতা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান মায়ের ঘর” নামে বাৎসরিক অনুষ্ঠান আগামী ১০,১১,১২/০৩/২০২২ তারিখে অনুষ্ঠিত হবে। উক্ত আয়োজন কে কেন্দ্র করে দুই বাংলায় এখন থেকেই আনন্দের তোলপাড় শুরু হয়েছে।এবছর পরিস্থিতির জন্য তার জন্মদিনের আয়োজনটি অল্প পরিসরে করা হচ্ছে দু’ একটি জেলা ও উপজেলায়।আগামী ৫-ই ফেব্রুয়ারি দুই বাংলার কবি সংগঠক ও মাটির মা ফাউন্ডেশন এর সদস্যরা অনলাইন স্ট্রিমইয়ার্ডে তাকে শুভেচ্ছা জানাবেন।৬ তারিখ টাঙ্গাইল পাবলিক লাইব্রেরি তে আয়োজন করা হয়েছে জন্মোৎসব মায়ের ঘর ও ৭ তারিখ মাটির মা ফাউন্ডেশন এর কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হবে জন্মোৎসব মায়ের ঘর।

মাটির মা মতিয়ারা মুক্তা টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলা শালিয়াবহ গ্রামে জন্মগ্রহণ করেন। বাবা রুহুল আমিন মা আনোয়ারা বেগম ৫ বোন ২ ভায়ের মধ্যে ৬ষ্ঠতম সে। পড়াশোনা করেছেন শালিয়াবহ চৌরাস্তা প্রাথমিক ও পাবলিক উচ্চ বিদ্যালয় এবং স্থানীয় মাদরাসা তে ও কলেজ কুমুদিনী সরকারি কলেজ টাঙ্গাইল এ।

মতিয়ারা মুক্তা বলেন, মানুষের গোলামী করে করে আমি বড় হয়েছি বাকী জীবনটা মানুষের কাজ করেই যেতে চাই।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com