খন্দকার জলিল-স্টাফ রিপোর্টার
পটুয়াখালীর গলাচিপা কালিবাড়ী আঙ্গিনায় শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে শ্রী গুরু সংঙ্ঘের আয়োজনে শুরু হয়েছে ১০ দিনব্যাপী ধর্মীয় উৎসব।
উৎসবের প্রথম দিন ১৬ আগস্ট শনিবার রাতে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী পালনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয় । এরপর ১৭ থেকে ১৯ আগস্ট পর্যন্ত চলে ভাগবত পাঠ। ২০ আগস্ট বুধবার সকালে এক বর্নাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে মূল অনুষ্ঠান “হরিনাম সংকীর্তন” শুরু হয়। যা বিরতিহীন ভাবে চলবে ২৫ আগস্ট পর্যন্ত।
গলাচিপা কালিবাড়ী মন্দির শ্রী গুরু সংঙ্ঘের সভাপতি অসিম কর্মকার বলেন, “শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী আমাদের সমাজের মধ্যে ধর্মীয় সংহতি ও ভক্তি চেতনাকে বৃদ্ধি করে। এই ধরনের আয়োজনে আমরা ভক্তদের জন্য নিরাপদ ও আনন্দময় পরিবেশ নিশ্চিত করার চেষ্টা করি। প্রতি বছর দূর-দূরান্ত থেকে আগত ভক্তদের অংশগ্রহণ আমাদের অনুষ্ঠানকে আরও সমৃদ্ধ করে।”
সাধারণ সম্পাদক নির্মল কর্মকার যোগ করেন, “এই উৎসব শুধু ধর্মীয় আনন্দ উদযাপন নয়, বরং এটি আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য ও সামাজিক সম্প্রীতির প্রতীক। আমরা প্রতিটি অনুষ্ঠানের মধ্যে ভক্তদের জন্য সুষ্ঠু ব্যবস্থা গ্রহণ করি এবং তাদের জন্য দুই বেলা প্রসাদ বিতরণের ব্যবস্থা থাকছে।”
ভক্ত বৃন্দের মধ্যে সন্ধ্যা রানী এবং হরি ঘরামী জানিয়েছেন, “আমরা প্রতিবার দূর-দূরান্ত থেকে এই উৎসবে অংশ নিই। হরিনাম সংকীর্তন, ভাগবত পাঠ এবং প্রসাদ গ্রহণ আমাদের জীবনে শ্রী কৃষ্ণের ভক্তি ও পূর্ণতার অনুভূতি এনে দেয়।”
শ্রী গুরু সংঙ্ঘের এই উদ্যোগ শুধু ধর্মীয় উৎসব নয়, বরং সামাজিক ও সাংস্কৃতিক বন্ধন দৃঢ় করার একটি গুরুত্বপূর্ণ প্রচেষ্টা হিসেবে বিবেচিত হচ্ছে। প্রতিটি অনুষ্ঠান ভক্তদের জন্য সুষ্ঠু ও আনন্দময় পরিবেশে সম্পন্ন হচ্ছে, যা এলাকার আধ্যাত্মিক ও সাংস্কৃতিক জীবনে নতুন প্রাণ সঞ্চার করছে।
Leave a Reply