সেলিম মাহমুদ স্টাফ রিপোর্টারঃ গাজীপুর টঙ্গীতে বিপুল পরিমাণ গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মোঃ আশরাফুল ইসলামের এর নেতৃত্বে টঙ্গী পূর্ব থানাধীন মরকুন পশ্চিমপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ০৭/০৮/২০২৩ তারিখ ২৩.১৫ ঘটিকার সময় ঐ ৩ নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে টঙ্গী পূর্ব থানা পুলিশ।
সে সময় তাদের কাছ থেকে টেপ পেচানো তিনটি ব্যাগে ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলোঃ ১। মোসাঃ শান্তা আক্তার (২৬), স্বামী-শাকিল আহ্মদ, পিতা-সুরুজ মিয়া, সাং-মরকুন পশ্চিমপাড়া, থানা-টঙ্গী পূর্ব, গাজীপুর, ২। মোসাঃ কোহিনুর বেগম (৫০), স্বামী-সুরুজ মিয়া, সাং-ইসলামপুর, থানা-সুনামগঞ্জ সদর, জেলা-সুনামগঞ্জ এ/পি সাং-নওগাঁ রেল কোলনী, মজিদ এর বাসার ভাড়াটিয়া, থানা-টঙ্গী পূর্ব , গাজীপুর, ৩। মোসাঃ চাঁদনী আক্তার (২৮), স্বামী-মৃত আলম, মাতা-মেজলা বেগম, সাং-কেরানীরটেক তারা মিয়ার ভাড়াটিয়া (ভাসমান), থানা-টঙ্গী পূর্ব, গাজীপুর মহানগর, গাজীপুর।এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মোঃ আশরাফুল ইসলাম বলেন
আসামীগণ দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন প্রান্ত হতে মাদক সংগ্রহ করে টঙ্গী সহ বিভিন্ন জায়গায় ক্রয়-বিক্রয় করে আসছে। উক্ত ঘটনায় টঙ্গী পূর্ব থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
Leave a Reply