কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে দেশী- বিদেশী চারটি অস্ত্রসহ আব্দুর রহিম উরুফে মেজর (৩৪) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাব।
কক্সবাজার টেকনাফ হোয়াইক্যং ইউনিয়নের খারাংখালী মহেষখালীয়া পাড়া এলাকার জকির আহাম্মদের ছেলে।
র্যাবের মিডিয়াকে জানান ধৃত ব্যক্তি শীর্ষ ইয়াবা গডফাদার ও অস্ত্র ব্যবসায়ী এবং একাধিক মাদক ও হত্যা মামলার পলাতক আসামী।
বৃহস্পতিবার (৮ জুলাই) দুপুরে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের খারাংখালী এডভোকেট শাহ আলম মার্কেটের সামনে হতে তাকে অস্ত্রসহ গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন র্যাব -১৫ এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া) বিল্লাল উদ্দিন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে হোয়াইক্যং খারাংখালী এডভোকেট শাহ আলম মার্কেটের সামনে অভিযান চালিয়ে আব্দুর রহিম উরুফে মেজরকে গ্রেফতার করা হয়। এসময় তার স্বীকারোক্তি মতে একটি বিদেশী পিস্তল, একটি দেশীয় একনলা বন্দুক ও দুইটি ওয়ানশুটার গান এবং চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে টেকনাফ থানায় দুইটি মাদক, একটি অস্ত্র, দুইটি হত্যা ও একটি বিশেষ ট্রাইব্যুনাল আইনের মামলা রয়েছে।
আইনী প্রক্রিয়া শেষে ধৃত আসামীকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র্যাবের এই কর্মকর্তা।
Leave a Reply