স্টাফ রিপোর্টার :তামজিদ হাসান (নওগাঁ)
নওগাঁ-১ আসনে ইসলামি আন্দোলন বাংলাদেশের উদ্যোগে এক বিশাল সদস্য ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ব্যাপক জনসমাগম ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আয়োজিত এই সম্মেলন এলাকায় নতুন প্রাণচাঞ্চল্য সৃষ্টি করেছে।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামি আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব গাজি আতাউর রহমান। তিনি তার বক্তব্যে বলেন, “বাংলাদেশকে একটি কল্যাণরাষ্ট্রে পরিণত করতে হলে ইসলামি আন্দোলনের বিকল্প নেই। জনগণ ইসলামি মূল্যবোধে বিশ্বাসী, তাই ইনশাআল্লাহ আগামী নির্বাচনে জনগণ সঠিক সিদ্ধান্ত নেবে।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হাজি নুরুন্নবী। তিনি বলেন, “আগামী নির্বাচনে সংগঠনের প্রতিটি সদস্যকে ঘরে ঘরে গিয়ে কাজ করতে হবে। ইসলামি আন্দোলন জনগণের স্বপ্ন ও আশা পূরণের সংগ্রাম করে যাচ্ছে।”
সম্মেলনে সভাপতিত্ব করেন নওগাঁ-১ আসনের ইসলামি আন্দোলনের সম্ভাব্য প্রার্থী আলহাজ্ব আব্দুল হক শাহ্ চৌধুরী। তিনি তার বক্তৃতায় বলেন, “এলাকার মানুষের দুঃখ-কষ্ট, বেকারত্ব ও অনিয়ম দুর্নীতি দূরীকরণে আমরা কাজ করতে চাই। ইসলামি আন্দোলন ক্ষমতায় এলে ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করবে।”
এছাড়া সম্মেলনে পোরশা, সাপাহার ও নিয়ামতপুর উপজেলার বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা আগামি জাতীয় নির্বাচনকে সামনে রেখে সদস্য ও কর্মীদের করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করেন এবং কর্মীদের ঐক্যবদ্ধ থেকে কাজ করার আহ্বান জানান।
সভায় বক্তারা আরও বলেন, বর্তমান রাজনৈতিক অস্থিরতা থেকে দেশকে মুক্ত করতে হলে সৎ, যোগ্য ও ঈমানদার নেতৃত্বকে সামনে নিয়ে আসতে হবে। ইসলামি আন্দোলন বাংলাদেশই সে নেতৃত্ব প্রদানে সক্ষম।
দিনব্যাপী এ সম্মেলনে হাজার হাজার সদস্য ও কর্মীর উপস্থিতি প্রমাণ করেছে যে, ইসলামি আন্দোলন বাংলাদেশ জনগণের কাছে দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে। সমাবেশ শেষে আগত নেতৃবৃন্দ সংগঠনের কর্মপন্থা ঘোষণা করেন এবং আগামি নির্বাচনে সক্রিয়ভাবে অংশগ্রহণের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন
Leave a Reply